• মা উড়ালপুলে প্রতিদিন পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল, কেন?‌ 
    আজকাল | ০৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে মা উড়ালপুলে। কলকাতা ট্র‌্যাফিক পুলিশ নির্দেশিকায় জানিয়েছে, রাত ১২টা থেকে ভোর পাঁচটা–এই পাঁচ ঘণ্টা মা উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার রাত থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে।

    পার্ক সার্কাস থেকে বাইপাস অংশে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করছে কেএমডিএ। সেই কারণেই এই নির্দেশিকা। এই পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সমস্তরকম যান চলাচল। রক্ষণাবেক্ষণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে বলে জানিয়েছে পুলিশ। আর সেক্ষেত্রে ইএম বাইপাস রোডে উঠতে চাওয়া গাড়িগুলিকে বিকল্প রুটে ঘুরিয়ে দেওয়া হবে। ওই পাঁচ ঘণ্টা যে সব গাড়ি মা উড়ালপুল ধরে ইএম বাইপাস রোড ধরতে চাইবে, তারা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং, সুরাবর্দি অ্যাভিনিউ, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে বাইপাস রোড ধরতে পারবে। 

    এটা ঘটনা মা উড়ালপুলে দুর্ঘটনা লেগেই থাকে। বাইপাস হয়ে সল্টলেক, নিউটাউন যেতে হল এই উড়ালপুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রতিদিন রাতে আপাতত বন্ধ থাকবে মা উড়ালপুলে সমস্তরকম যান চলাচল। 

     
  • Link to this news (আজকাল)