অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে ২১ মার্চ লন্ডনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুবাই হয়ে লন্ডনে পৌঁছবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে ২৭ মার্চ ভাষণ দেবেন তিনি। জানা গিয়েছে, তাঁর ভাষণের বিষয় হল ‘সামাজিক উন্নয়ন: শিশু ও নারী ক্ষমতায়ন’।
আয়োজকদের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সেই কারণেই যে তিনি জনপ্রিয় তা নয়, তিনি দেশের অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে গ্রামীণ অঞ্চলের উন্নয়নে বিশেষ কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে তাঁর নেতৃত্বাধীন সরকার। গ্রামের মানুষ বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নের জন্য একাধিক সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন তিনি। মহিলাদের উন্নয়নের ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য। সেই কারণেই তাঁকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের কথা বলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় গিয়ে এই বিষয়ে মমতার ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি ও বাংলার সাহিত্য সংস্কৃতি নিয়েও অনুষ্ঠানে আলোচনা করবেন। তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবে মমতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন লেখিকা পরিচয়েও। ইতিমধ্যেই তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। আয়োজকরা মনে করেন, মমতার লিখনে সমাজ সম্পর্কে নির্দিষ্ট ধারণা পাওয়া যায়। বাঙালি সংস্কৃতির প্রসারের কাজেও তাঁর ভূমিকা অনস্বীকার্য।