• একজস্ট ফ্যান কেটে দোকানে হানা! লাখ লাখ টাকা লুট, স্কুল ড্রেস চুরি, মাথায় হাত ব্যবসায়ীর...
    ২৪ ঘন্টা | ০৭ মার্চ ২০২৫
  • তথাগত চক্রবর্তী: গড়িয়ায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসির চুরি। দুষ্কৃতীরা দোকানের একজস্ট ফ্যান কেটে ফেলে ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে দোকানে প্রবেশ করে এবং ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ টাকা লুট করে নেয়। চুরির পর দোকানে থাকা বিভিন্ন স্কুল ও বিভিন্ন সংস্থার দামি পোশাক বানিয়ে রাখা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চুরির ফলে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা। তদন্তে নরেন্দ্রপুর থানার পুলিস। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়া জলপোল এলাকায়।

    অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতীরা প্রথমে দোকানের একজস্ট ফ্যান খুলে ফেলে। এরপর সেই ছোট্ট ফাঁকা জায়গা ব্যবহার করে দোকানে প্রবেশ করে। অত্যন্ত পরিকল্পিতভাবে ক্যাশ বাক্স ভেঙে কয়েক হাজার টাকা হাতিয়ে নেয় তারা। পাশাপাশি, বিভিন্ন নামিদামি স্কুল এবং সংস্থার জন্য তৈরি করে রাখা পোশাক চুরি করে নিয়ে যায়, যা ইতোমধ্যেই অর্ডার দেওয়া হয়েছিল। ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি এই চুরির কারণে দোকান মালিকের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

    দোকান মালিক নিমাই মাইতি জানান, তিনি দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই ছোট্ট দোকানই তার সংসার ও চিকিৎসার একমাত্র ভরসা। কিন্তু একের পর এক দুর্ভাগ্য তাকে বিপর্যস্ত করে তুলেছে। এর আগেও তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছিলেন, আর এখন দোকানের সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় তার মাথায় হাত পড়েছে। বিশেষ করে, চুরি হওয়া পোশাকগুলি বিভিন্ন স্কুল ও সংস্থার অর্ডার করা ছিল, যা এখন চুরি যাওয়ায় তার ব্যবসায় মারাত্মক ক্ষতি হয়েছে।

    চুরির ঘটনায় দোকান মালিক নিমাই মাইতি নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর পুলিস ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির ধরন দেখে পুলিসের অনুমান, এটি একটি পরিকল্পিত এবং অভিজ্ঞ চোরচক্রের কাজ। তদন্তের মাধ্যমে দুষ্কৃতীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছে পুলিস।

    এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা পুলিসের কাছ থেকে দ্রুত তদন্ত এবং উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে দোষীরা ধরা পড়ে এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)