সুব্রত বিশ্বাস: হাওড়া-খগড়পুর শাখায় যাত্রী ভোগান্তির আশঙ্কা। এপ্রিলের শেষে এই শাখায় মেগা ব্লক নেওয়ার কথা। ১৯ দিনে বাতিল ২১২টি লোকাল ট্রেন। সেই তালিকায় থাকবে ৬৪টি এক্সপ্রেসও। ৩০ এপ্রিল থেকে টানা কাজ চলবে। ফলে নিত্য যাত্রীরা প্রবল সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।
রেল সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের শেষ থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রি-মডেলিংয়ের জন্য প্রি-এনআইয়ের কাজ-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেগা পাওয়ার ব্লক আগেই নেওয়ার কথা ছিল। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দোলযাত্রার জন্য এই ব্লক পিছিয়ে ৩০ এপ্রিল নিয়ে যাওয়া হয়।
রেলের অপারেশন বিভাগ সূত্রে জানা গিয়েছে, এই কাজের জন্য ১৯ দিনে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল করা হবে। ২ মে থেকে ১৮ মে পর্যন্ত আপ ও ডাউনে ৬৪টি মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল হবে। ওই সময়ে অনিয়মিত সময়ে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন। ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন।
দুশতাধিকের লোকাল ট্রেন বাতিল থাকার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা। যে ট্রেনগুলি চলবে তাতে স্বাভাবিকভাবেই প্রচুর ভিড় হবে। তার মধ্যে এপ্রিল মাসে গরম আবহাওয়া থাকে রাজ্যে। গরমে, ভিড়ে যাত্রীদের নাজেহাল দশা হবে বলে এখন থেকেই আতঙ্কে অনেকে। খড়গপুরের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণের কথায়, জিএম পর্যায়ে ব্লকের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঘোষণার পরই তা জানা যাবে।