• ‘কিছু মানুষের কাছে রাজনীতি মরশুমি কাজ…’, সেবাশ্রয় প্রসঙ্গ টেনে কী লিখলেন অভিষেক?
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • রাজনীতিবিদদের অনেক সময়ে ‘ভোটপাখি’ বলে কটাক্ষ করেন অনেকে, যেন ভোটের আগেই এলাকায় তাঁদের দেখা মেলে, বাকি সময়ে অদৃশ্য। কিন্তু রাজনীতিকে শুধুমাত্র ‘মরশুমি কাজ’ বলে মনে করেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট কথা, তাঁরা সারা বছর মানুষের সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করেন এবং সেটাই করে যাবেন। এবং ‘সেবাশ্রয়’ সেই ভাবনারই প্রতিফলন। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে এমনটাই লিখেছেন তিনি।

    কোনও নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তির উল্লেখ না করে তিনি লেখেন, ‘কিছু মানুষের কাছে রাজনীতি একটি মরশুমি কাজ-কিছু নেতা কেবল ভোটের জন্য আসেন, নির্বাচন এলে তাঁরা সাধারণ মানুষের কথা ভাবার ভান করেন। কিন্তু আমরা আনন্দ, হতাশা, বিপদ, শান্তি-সব ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছি। সেই নীতির প্রতিফলনই সেবাশ্রয়।’

    তিনি আরও লেখেন, ‘সেবাশ্রয় শুরুর পর আমরা ৯ লক্ষ ৩ হাজার ৪০০ রোগীকে আমরা চিকিৎসা পরিষেবা দিতে পেরেছি। গতকাল (৬ মার্চ) সেবাশ্রয়ের ৬৩তম দিনে মহেশতলায় স্বাস্থ্য শিবিরগুলিতে ৮ হাজার ৮৮৮ জনকে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে। মানুষ আমাদের পাশে থাকলে আমরা প্রতিদিন তাঁদের পাশে থাকব নিরবচ্ছিন্ন ভাবে।’

    প্রসঙ্গত, এর আগেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ‘সেবাশ্রয়’ চালুর উদ্দেশ্য কী, তা একাধিক বার জানিয়েছেন তিনি। ইতিমধ্যে এই প্রকল্প ৬৩ দিনে পড়েছে। ৯ লক্ষ ৩ হাজার ৪০০ লোক এখান থেকে পরিষেবা পেয়েছেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)