প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল। তবে এখনও পুর নিয়োগ মামলা চলছে তাঁর বিরুদ্ধে। ফলে জেলেই থাকতে হবে তাঁকে। এর আগে ED-র মামলাতেও জামিন দেওয়া হয়েছিল তাঁকে। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলাতেও অভিযুক্ত অয়ন শীল। মামলায় ED এবং CBI উভয়ের হাতেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এখনও তদন্ত চলছে ফলে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও অয়নের জেলমুক্তি সম্ভব হচ্ছে না।
এক লক্ষ টাকার দু’টি বন্ড এবং বেশ কয়েকটি শর্তে জামিন দেওয়া হলো অয়ন শীলকে। হুগলি, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলার বাইরে যেতে পারবেন না তিনি। এমনটাই জানিয়েছে আদালত। গত অক্টোবর মাসে শোন অ্যারেস্ট করেছিল CBI। তারপর তার বিরুদ্ধে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এর আগে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে অয়নকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ED। পরে CBI-এর হাতেও গ্রেপ্তার হন তিনি। তৎকালীন তৃণমূলের যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার হিসেবে পরিচিত ছিলেন অয়ন। অভিযোগ, অয়ন একাধিক এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে মোট ১ কোটি ৬৭ লক্ষ কোটি টাকা তুলেছিলেন। অয়ন ইমেল করে প্রার্থী তালিকা পাঠাতেন। একাধিক হাত ঘুরে সেটি পৌঁছত কুন্তল ঘোষের কাছে।
এর পর প্রকাশ্যে আসে পুর নিয়োগ দুর্নীতি মামলা। অয়নের বাড়িতে তল্লাশির পর সেই সংক্রান্ত নথি উদ্ধার করা হয়। পরে পুরসভার নিয়োগ মামলাতে পৃথক ভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুরসভায় চাকরি দেওয়ার নাম করে প্রার্থীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ ওঠে শান্তনু ঘনিষ্ঠ এই প্রোমোটারের বিরুদ্ধে।