• সমবায় সমিতির কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেপ্তার তৃণমূল নেতা
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • নদিয়ার এক সমবায় সমিতিতে কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ। গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি ও জেলার প্রবীণ নেতা শিবনাথ চৌধুরী। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নদিয়ার তিনি 'কালীনগর গভার্নমেন্ট কলোনি সমবায় সমিতি'-র চেয়ারম্যান ছিলেন। তাঁর আমলেই আর্থিক তছরুপের অভিযোগ তুলেছিলেন সমবায়ের এক সদস্য।

    ওই সোসাইটির সদস্য নন্দিতা ঘোষ জানান, সমবায় সমিতির চেয়ারম্যান থাকাকালীন প্রচুর টাকার গরমিল হয়। বিষয়টি সমবায় সমিতির এআরসিএস (অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটি) অফিসারকে জানানো হয়। সমিতির তরফেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির তদন্তে শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ওঠে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন নন্দিতা। তিনি বলেন, ‘ আমি অনেক জায়গায় জানানো পরেও যখন দেখছি কোনও কাজ হলো না, তখনই আমি হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টের নির্দেশেই প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে।’

    যদিও ওই সমিতির ম্যানেজার প্রলয় চৌধুরী বলেন, ‘টাকার সমস্ত হিসেব আমাদের কাছে আছে। সমস্ত কাগজপত্র আছে। মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন সমিতির প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। আমাকে ফাঁসানো হচ্ছে। এর সঙ্গে কিছু সরকারি অফিসার এবং রাজনৈতিক দল মিলে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে।’ উল্লেখ্য, শিবনাথ আগে জেলা তৃণমূলের সহ-সভাপতি, কৃষ্ণনগর পুরসভার উপপ্রধান পদেও ছিলেন।

  • Link to this news (এই সময়)