• মদ্যপ অবস্থায় সৈকতে গেলেই বিপদ! দোলে দিঘা, মন্দারমণি নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • হোলি, দোল সবমিলিয়ে সামনে টানা ছুটি। বহু মানুষ বন্ধুদের নিয়ে দিঘা, মন্দারমণি ঘুরে আসার পরিকল্পনা করছেন। আর এই উৎসবের মরশুমে সৈকতে যে কোনও ধরনের অঘটন ঠেকাতে তৎপর পুলিশ প্রশাসনও। দিঘা,তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি-সহ সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে যদি কেউ মদ্যপ অবস্থায় সমুদ্রস্নানে নামে বা কোনও অযাচিত আচরণ করে সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ করা হবে। 

    ১৪ মার্চ শুক্রবার দোল এবং ১৫ মার্চ শনিবার হোলি এবং ১৬ মার্চ রবিবার। ফলে টানা ৩ দিন ছুটি পেতে চলেছেন বহু মানুষ। স্বাভাবিক ভাবেই বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন দিঘায় ট্যুরের পরিকল্পনা করছেন অনেকেই। ইতিমধ্যেই অনেকে হোটেল বুকিং সেরে নিয়েছেন। দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় জানান, ইতিমধ্যেই ৬৫ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে। তিনি জানান, প্রতি বছর দোলে পর্যটকদের সংখ্যা বাড়ে। চলতি বছর পর্যটকদের কাছে বাড়তি পাওনা নব নির্মিত দিঘার জগন্নাথ মন্দির, দিঘার নেচার পার্ক। 

    আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এখন থেকেই সেজে উঠেছে সৈকত। সেই মন্দিরের পরিবেশ কাছ থেকে দেখার জন্য অনেকেই চলতি বছর দিঘায় ভিড় করবে বলে আশাবাদী হোটেল ব্যবসায়ীরা। 



    পাশাপাশি মদ খেয়ে সমুদ্রে নামা থেকে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে  বিশেষ নজদারি ও প্রচারের ব্যবস্থা থাকছে বলে জানান দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক অপূর্বকুমার বিশ্বাস।  দিঘা মোহনা থানার ওসি অরুণকুমার পতি জানান, ওই দিনে সমুদ্রের ধারে নজরদারি অপেক্ষাকৃত বেশি থাকবে। 

    তিনি জানান, মদ্যপ অবস্থায় যাতে কেউ সমুদ্রে না নামে সে জন্য কড়া নজরদারির ব্যবস্থা থাকবে। সমুদ্রস্নানে নেমে বা সমুদ্রের ধারে কেউ মাতলামি করলে পুলিশ হস্তক্ষেপ করবে এবং ব্যবস্থা গ্রহণ করবে।  পাশাপাশি প্লাস্টিক এবং নোংরা আবর্জনা যাতে যত্রতত্র সাধারণ মানুষ না ফেলে সে জন্য পর্ষদের তরফে প্রচার করা হবে।

  • Link to this news (এই সময়)