• হাওড়া স্টেশন থেকে শিশু চুরি, ব্যাপক শোরগোল
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • প্রথমে শিশুর মায়ের সঙ্গে আলাপ জমানো হয়েছিল এক মহিলা। রাত গড়াতেই সেই মহিলা মায়ের কোল থেকে তাঁর সাড়ে ৩ বছরের শিশুকে চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে ব্যস্ততম হাওড়া স্টেশনে। আর শিশু চুরির ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে। হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা দিন-রাত সবসময়ই আঁটসাঁট থাকে। সেক্ষেত্রে কী ভাবে সেই নিরাপত্তার মধ্যে এই ঘটনাটি ঘটল? তা নিয়ে উঠছে প্রশ্ন।

    পুলিশ সূত্রে খবর, গত বুধবার হাওড়া স্টেশনের ‘ওল্ড কমপ্লেক্স’-এ নিজের দুই শিশুকন্যাকে নিয়ে বসেছিলেন হুগলির এক মহিলা। তাঁর দুই মেয়ের মধ্যে একজনের বয়স ৭ এবং অন্যজনের সাড়ে তিন বছর। জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে স্বামীর বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার রাতে বাপের বাড়ি হুগলি থেকে হাওড়া স্টেশনে আসেন। তাঁর উদ্দেশ্য ছিল সকালে শিয়ালদহ স্টেশন হয়ে লক্ষ্মীকান্তপুর যাওয়ার। এর জন্য তিনি রাতটি স্টেশনেই কাটানোর কথা ভাবেন। সেই সময়ে অন্য এক মহিলা যাত্রীর সঙ্গে তাঁর আলাপ জমে ওঠে।

    সেই অপরিচিত মহিলার সঙ্গে বেশ কিছুক্ষণ হুগলির বধূর দুই মেয়ে খেলাও করে। বুধবার রাতে স্টেশনেই দুই মেয়েকে পাশে শুইয়ে ঘুমিয়ে পড়েন ওই মহিলা। বৃহস্পতিবার সকালে উঠে ছোট মেয়েকে আর পাশে পাননি তিনি। এরপর হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি।

    ঘটনার তদন্তে নেমে হাওড়া স্টেশনের ভিতরে এবং বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই মহিলা অপহরণকারী ১ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে ধরে হাওড়া স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ডে যায়। তার পর ওই মহিলার গতিবিধি কী ছিল? তা জানার চেষ্টা করছে হাওড়া জিআরপি। হাওড়া স্টেশন ২৪ ঘণ্টাই জনবহুল থাকে। সেখান থেকে শিশুকে অপহরণের ঘটনা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে তদন্তকারীদের কপালে। ওই মহিলা কি শিশু চক্রের সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)