এরকম কড়া 'গার্ড' হলে পরীক্ষা দেওয়া যায় না, বিক্ষোভে মাঠে বসে পড়ল পরীক্ষার্থীরা...
আজকাল | ০৭ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে 'শক্ত' গার্ড দেওয়া হচ্ছে। তার ফলে পরীক্ষা হলের মধ্যে ছাত্রছাত্রীরা অসৎ উপায় অবলম্বন করতে পারছেন না এবং বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষা ভালো হচ্ছে না। এই অভিযোগ তুলে শুক্রবার মুর্শিদাবাদের ভাসাইপাইকর হাইস্কুলে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে বিক্ষোভ দেখাতে শুরু করে শতাধিক ছাত্র ছাত্রী। তারা স্কুলের মাঠে বসে পড়ে এবং দাবী করতে থাকেন পরীক্ষা হলে শিক্ষকরা 'কড়া' গার্ড দিলে তারা পরীক্ষা দেবে না। ঘটনার খবর পেয়ে শিক্ষাদপ্তর এবং প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকেরা ওই স্কুলে গিয়ে উপস্থিত হন। তাঁদের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সামশেরগঞ্জের ভাসাইপাইকর হাইস্কুল সূত্রে জানা গিয়েছে, এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঞ্চনতলা হাই স্কুল এবং সাহেবনগর হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আসন তাদের স্কুলে পড়েছে। আজ উচ্চ মাধ্যমিকের পদার্থবিদ্যা এবং এডুকেশন বিষয়ের পরীক্ষা ছিল।
ভাসাইপাইকর হাইস্কুলের প্রধান শিক্ষক তাসিকুল ইসলাম বলেন,' পরীক্ষা শুরুর আগে কাঞ্চনতলা হাইস্কুলের বেশ কিছু ছাত্র-ছাত্রী হঠাৎই বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের বক্তব্য ছিল পরীক্ষা হলে শিক্ষকেরা কড়া গার্ড দিচ্ছেন। এরফলে পরীক্ষা হলের মধ্যে কিছু ছাত্র-ছাত্রী 'সুবিধা' করতে পারছে না।'
পরীক্ষা শুরু হওয়ার আগে ছাত্র-ছাত্রীরা হঠাৎ করে বিক্ষোভ শুরু করায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই স্কুলে। এর ফলে সময়মতো পরীক্ষা শুরু করা যাবে কিনা তা নিয়ে ধন্ধে পড়ে যান ভাসাইপাইকর হাইস্কুল কর্তৃপক্ষ। এর পরই স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কাঞ্চনতলা হাই স্কুলের প্রধান শিক্ষককে গোটা বিষয়টি জানানো হয়। সেখান থেকে স্কুলের প্রধান শিক্ষক-সহ শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকেরা দ্রুত ভাসাইপাইকর হাইস্কুলে ছুটে আসেন। তাফিকুল ইসলাম বলেন,'কাঞ্চনতলা হাই স্কুলের প্রায় ৪০০ ছাত্র-ছাত্রী আমার স্কুলে থেকে পরীক্ষা দিচ্ছে। তবে আজকের বিক্ষোভে তাদের সকলে অংশগ্রহণ করেনি। ছাত্র -ছাত্রীদের বোঝানোর পর তারা বিক্ষোভ তুলে নেন , ফলে সময় মতো আজকের নির্ধারিত পরীক্ষা শুরু করতে সমস্যা হয়নি।"
যদিও প্রধান শিক্ষক জানিয়েছেন , ছাত্র-ছাত্রীরা নিজেদের ভুল বুঝতে পেরে বিক্ষোভ তুলে নেওয়ার আমরা তাদের বিরুদ্ধে কোথাও কোনও অভিযোগ জানাচ্ছি না। তবে শিক্ষকরা নিয়ম মেনেই পরীক্ষা হলে গার্ড দেবেন।