• কবে বের হবে উচ্চ মাধ্যমিকের ফল, জানিয়ে দিলেন চিরঞ্জীব ভট্টাচার্য
    আজকাল | ০৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক : মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। মাধ্যমিকের ফল বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফল।   জানিয়ে দিলেন হাই সেকেন্ডারি কাউন্সিলের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

      উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছেনা অথচ ট্যাবের টাকা নেওয়া হয়েছে  এই প্রসঙ্গে তিনি বলেন,  বীরভূম জেলায়   পরীক্ষায় বসেনি ৭৮৩ জন। তাঁরা আগামীদিনে পরীক্ষায় বসবে।  পরীক্ষায় বসবে বা বসবে না সেটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত।   

    তবে পরীক্ষায় অনুপস্থিতি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলবে পর্ষদ।  মাধ্যমিকের ফল প্রকাশিত হওয়ার সাতদিনের মধ্যে বের হবে উচ্চ মাধ্যিকের ফল। মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা বলেই জানিয়েছ পর্ষদ।
  • Link to this news (আজকাল)