• শহরে উদ্ধার চারটি হাতির দাঁত, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর হাতে গ্রেপ্তার চারজন
    আজকাল | ০৭ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতার হাজরা মোড় থেকে উদ্ধার চারটি হাতির দাঁত। সেই দাঁতগুলি-সহ গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ সেল-এর যৌথ উদ্যাগে এই দাঁতগুলি উদ্ধার করা হয়েছে। ধৃতরা সকলেই ঝাড়খণ্ড এবং বিহারের বাসিন্দা। বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর আধিকারিকরা ক্রেতা সেজে ওই চারজনকে পাকড়াও করেন।

    বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো এবং বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ সেল-এর কর্মীরা গোপন সূত্রে জানতে পারেন বিহার এবং ঝাড়খণ্ড থেকে চারটি হাতির দাঁত পাচার করার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপরই এই দুই বিভাগের পক্ষ থেকে ফাঁদ পাতা হয় আন্তরাজ্য এই চক্রটিকে ধরার জন্য। সেই মতোই বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে ক্রেতা সেজে চক্রটির সঙ্গে যোগাযোগ করা হয়। ক্রেতা সেজে অফিসাররা ওই চার ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। ওই চার ব্যক্তি চারটি হাতির দাঁত নিয়ে উপস্থিত হলে হাজরা মোড় এলাকায় ছড়িয়ে থাকা বন দপ্তরের বাকি কর্মীরা চারজনকে ঘিরে ফেলে। এর পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তাঁর খোঁজ করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)