• উচ্চ মাধ্যমিকের রেজাল্টের সময় জানালেন সংসদ সভাপতি
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মার্চ ২০২৫
  • ৩ মার্চ শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। এরই মধ্যে ফলাফল প্রকাশের সময় জানিয়ে দিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদ সভাপতি জানান, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। সূত্রের খবর, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। সেক্ষেত্রে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।

    শুক্রবার বীরভূমের সিউড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার ৭ দিনের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল। পুরো পদ্ধতিটাই অনলাইনের মাধ্যমে হবে। ডিজিটাল পদ্ধতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ায় আমাদের রেজাল্ট দিতে এখন সময় কম লাগছে।

    গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী। কিন্তু, এবার সেই সংখ্যাটা এক ধাক্কায় অনেকটাই কমেছে। এবার পরীক্ষায় বসছেন প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী। সংসদের যুক্তি, ২০২৩ সালে মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা কম থাকার কারণে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে। এদিকে পরীক্ষা শুরু হতেই একাধিক জেলায় স্কুল পরিদর্শনে যাচ্ছেন সংসদ সভাপতি। সরেজমিনে ঘুরে দেখছেন যাবতীয় ব্যবস্থা। শুক্রবার তিনি বীরভূমের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ঘুরে দেখেন।

    এবার উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। স্কুলে স্কুলে এসেছে মেটাল ডিটেক্টর। প্রশ্নপত্র বণ্টনের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালে ১৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি। আর ফলাফল প্রকাশ হয়েছিল ৮ মে। অর্থাৎ, পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)