হাওড়া স্টেশন থেকে শিশুকন্যাকে অপহরণ, তদন্তে জিআরপি
দৈনিক স্টেটসম্যান | ০৭ মার্চ ২০২৫
হাওড়া স্টেশন থেকে তিন বছরের এক শিশুকন্যাকে অপহরণের অভিযোগ উঠল। বুধবার শিশুটিকে অপহরণ করা হয়। রেল পুলিশ শিশুটির খোঁজ চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীর গতিবিধি বোঝার চেষ্টা চালাচ্ছে জিআরপি। ঘটনার তদন্তে বিশেষ দল তৈরি করা হয়েছে। অভিযুক্ত মহিলা ‘যাযাবর গ্যাং’য়ের সদস্য বলে অনুমান করা হচ্ছে। রেল পুলিশ সুপার বলেন, এক শিশুকন্যাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আমরা পেয়েছি। নিরাপত্তার খাতিরে বিষয়টি গোপন রাখা হয়। পুরোদমে তদন্তে চলছে।
রেল পুলিশ সূত্রে খবর, বুধবার হুগলি থেকে মা এবং দিদির সঙ্গে হাওড়ার স্টেশনে এসেছিল ওই শিশুকন্যা। তাঁরা সকলে মিলে লক্ষ্মীকান্তপুর যাচ্ছিলেন। অভিযোগ, হাওড়া স্টেশনে এক মহিলা ওই শিশুকন্যার সঙ্গে আলাপ জমায়। এর কিছুক্ষণ পর থেকে আর শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ওই শিশুটির মা এবং দিদি জিআরপিতে অভিযোগ জানান। ‘অপহরণকারী’ মহিলাকে ইতিমধ্যেই চিহ্নিত করেছেন তদন্তকারীরা।
জিআরপি সূত্রে খবর, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত মহিলা একটি শিশুকে সঙ্গে নিয়ে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে বাসে উঠছেন। সম্ভবত ‘যাযাবর গ্যাং’য়ের লোকজনই এই কাজ করেছে। এই গ্যাংয়ের লোকেরা বিনা টিকিটে ভ্রমণ করেন। অভিযোগ, যাত্রীরা একটু অন্যমনস্ক হলেই চোখের নিমেষে জিনিসপত্র নিয়ে চম্পট দেন তাঁরা। প্রসঙ্গত, এর আগে হাওড়া ও শালিমার স্টেশন থেকে শিশু পাচার চক্রের চাঁইদের ধরেছিল রেল পুলিশ।