অর্ণবাংশু নিয়োগী ও অয়ন শর্মা: যাদবপুরকাণ্ডে দায় কার? মামলা গড়িয়েছে হাইকোর্টে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য়, 'মন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হয়নি। যাদবপুর কাণ্ডে রাজ্যের গাফিলতি দেখছি। আমি এজিকে বলেছি,সম্পূর্ণ ব্যর্থ'।
ঘটনাটি ঠিক কী? যাদবপুর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। পুলিস যখন ৭ FIR দায়ের করেছে, তখন পাল্টা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাদবপুরের পড়ুয়াদেরই একাংশ। পুলিসের বিরুদ্ধে অতি সক্রিয়তাকর অভিযোগ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেছেন তাঁরা। মামলকারীদের দাবি, FIR-র সূত্র ঘরে প্রত্যেক পড়ুয়া মেসে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের হেনস্থা করা হচ্ছে।
এর আগে, হাইকোর্টে এই মামলার শুনানিতে রাজ্যের গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন, 'এই ঘটনা সহজেই এড়ানো যেত। পুলিসের গা ছাড়া মনোভাবের জন্য বিপত্তি'। তাঁর প্রশ্ন ছিল, 'স্পেশাল ব্রাঞ্চের আধিকারিকরা কেন থাকেন? গোয়েন্দারা কি মন্ত্রীকে সতর্ক করেছিলেন? মন্ত্রী কি সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন'? স্রেফ ইন্দানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে FIR করার নির্দেশই নয় ১২ মার্চের মধ্যে রাজ্যের কাছে রিপোর্টও তলব করেছে হাইকোর্ট।
এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত এখন হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনও সংকটমুক্ত নন। দু'পায়ের ব্যথার কারণের হাঁটতে সমস্যা হচ্ছে। রক্তচাপ আপাতত নিয়ন্ত্রণে। মাথা ঘোরার সমস্যাও কমেছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News