মুর্শিদাবাদেও ‘ভূতুড়ে ভোটার’, মৃত্যুর পরও তালিকায় নাম শতাধিক ব্যক্তির!
প্রতিদিন | ০৭ মার্চ ২০২৫
কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: এবার ‘ভূতুড়ে ভোটার’ মুর্শিদাবাদে! নওদা ব্লকের একটি পঞ্চায়েতে ভোটার তালিকা খতিয়ে দেখার পর চক্ষু চড়ক গাছ তৃণমূল নেতাদের! ওই ব্লকের বালী-২ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে মোট ১০২ জন মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়ে গিয়েছে।
কয়েকদিন ধরে বাড়ি, বাড়ি ভোটার তালিকা যাচাইয়ের কাজ করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পঞ্চায়েতের কাছে। কোন ভোটারের কবে মৃত্যু হয়েছে? উদ্দেশ্যে প্রণোদিত ভাবেই মৃত ব্যক্তিদের নাম তালিকায় রাখা হয়েছে কিনা? তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট পঞ্চায়েত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর মুর্শিদাবাদ জেলাজুড়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজ শুরু করেছেন তৃণমূলের নেতা থেকে পঞ্চায়েত প্রধান, সদস্য সকলেই। এখনও পর্যন্ত জেলায় বিভিন্ন পঞ্চায়েতে দু -চারজনের নাম কাটা গিয়েছে। একই নামে অন্য রাজ্যের ভোটার রয়েছে, এরকম তথ্য উঠে এসেছে। কিন্তু একটি পঞ্চায়েতে শতাধিক মানুষের মৃত্যুর পরেও তাঁদের নাম ভোটার তালিকায়! তা দেখে হতবাক পঞ্চায়েত প্রধান থেকে সদস্যরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই বিষয়ে নওদা ব্লকের বালী -২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সানারুল হক মণ্ডল বলেন, “বাড়ি বাড়ি ঘুরে দেখা যায় কামাদপুর, ছাতুমারা, শ্যামনগর, হরিকানা, কোদালকাটি গ্রামে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। অথচ তাঁদের ভোটার তালিকায় নাম রয়েছে। কীভাবে তাঁদের নাম থেকে গেল সেটাই প্রশ্ন।”
পরিবারের কোনও সদস্যের মৃত্যুর পর অনেকেই ভোটের তালিকা থেকে নাম কাটান নি বলেই ওই নামগুলি তালিকায় থেকে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এই মৃত ভোটারদের নাম ভাঙিয়ে কেউ ভোট দিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পঞ্চায়েত প্রধান।