• বহরমপুরের সংশোধনাগারে মোবাইল ব্যবহার! বন্দিদের থেকে উদ্ধার ২টি ফোন
    প্রতিদিন | ০৭ মার্চ ২০২৫
  • কল্যাণ চন্দ্র, মুর্শিদাবাদ: বহরমপুর জেলে কয়েদিদের থেকে উদ্ধার দুটি মোবাইল। দুই বন্দিদের থেকে ফোন দুটি উদ্ধার করেছে সংশোধনাগার কর্তৃপক্ষ। এরপরই প্রশ্ন উঠছে কী করে ফোন নিরাপত্তার ফাঁক গলে বন্দিদের কাছে গেল? বন্দিরা সংশোধনাগার থেকেই কোনও চক্র চালাচ্ছিল কি না, সেই প্রশ্ন উঠছে।

    জেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই কয়েদি গাঁজা, মদ পাচারের অভিযোগে জেলবন্দি রয়েছে। তাদের থেকে দুটি কিপ্যাড মোবাইল ফোন উদ্ধার করা হয়। কী করে বন্দিদের কাছে ফোন এল? তারা বাইরে কাদের সঙ্গে যোগাযোগ করত? সংশোধনাগারে বসেই কী কোনও মাদক চক্র চালাচ্ছিল তারা। না কি কোনও নাশকতার ছক ছিল? উঠছে একাধিক প্রশ্ন।

    সংশোধনাগারের বর্তমান নিয়ম অনুযায়ী, একটি নির্দিষ্ট ঘরে গিয়ে পরিবারের সঙ্গে বন্দিরা ফোনে, ভিডিও কলে কথা বলতে পারে। পুরো কথাবার্তা জেল কর্তৃপক্ষের নজরদারিতেই হয়। সেই প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই জায়গায় সংশোধনাগারে কী করে ফোন এল তা ভাবাচ্ছে রেল কর্তৃপক্ষকে। ফোন উদ্ধারের পর পুলিশকে ডেকে তা তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)