গাছতলাতেই চলে আড্ডা, সেই মহীরূহই কাটা হচ্ছিল ডানকুনিতে! রাস্তায় নেমে রুখলেন স্থানীয়রা
প্রতিদিন | ০৭ মার্চ ২০২৫
সুমন করাতি, হুগলি: পূর্ত দপ্তরের জমিতে বেড়ে ওঠা বিশাল আকারের বটগাছ এলাকার অন্যতম আকর্ষণ। এলাকার বাসিন্দারা অবসর সময়ে সেই গাছের ছায়ায় বসে গল্পগুজবও করেন। সেই গাছই কাটা শুরু হয়েছিল। পাশের পেট্রোল পাম্পের মালিক ও কর্মীদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। শুক্রবার সেই গাছ কাটা রুখে দিল এলাকার বাসিন্দারা। এই ঘটনা ঘিরে এদিন সকাল থেকে তুমুল উত্তেজনা ছড়াল হুগলির ডানকুনি থানার ভাদুয়া এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বেশ কয়েক দিন ধরেই ওই পেট্রোল পাম্পের ভিতর থাকা গাছ নির্বিচারে কাটা হচ্ছিল। সেই নিয়ে প্রতিবাদও করেন স্থানীয়রা। সেসময় বলা হয়েছিল, পেট্রোল পাম্পের মালিকানায় থাকা জমির গাছ কাটা হচ্ছে। সেজন্য আর তেমন কোনও বিক্ষোভ হয়নি। তবে এদিন সকাল থেকে রাস্তার ধারের বটগাছ কাটা শুরু হতেই বিক্ষোভ দেখা যায়। ওই গাছের বড় বড় ডাল কেটে ফেলার কাজ চলছিল সকাল থেকে। পরিবেশকর্মী মাবুদ আলি এলাকায় এসে প্রতিবাদ শুরু করেন।
স্থানীয় বাসিন্দারা ওই গাছের ডাল রাস্তায় ফেলে বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভের কারণে ওই গাছ কাটা বন্ধ হয়ে যায়। পেট্রোল পাম্পের কর্মীদেরও ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে ডানকুনি থানার থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। সেসময় জানা যায়, পেট্রোলপাম্পের শোভা বাড়ানো হচ্ছে। সামনে একটি বিশালাকার গেট তৈরি হবে। সেজন্যই ওই গাছ কাটা হচ্ছে। পূর্ত দপ্তরের জমিতে থাকা গাছ কেন কাটা হবে? সেই প্রশ্ন ওঠে। পুলিশের নির্দেশে গাছ কাটা বন্ধ হয়। বেআইনিভাবে গাছ কাটার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।