• হাওড়া স্টেশন থেকে শিশুকন্যাকে অপহরণ, নেপথ্যে ‘যাযাবর গ্যাং’! প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা
    প্রতিদিন | ০৭ মার্চ ২০২৫
  • সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশন থেকে শিশুকন্যাকে অপহরণের অভিযোগ। মার্চ মাসের পাঁচ তারিখে শিশুটিকে অপহরণ করা হয় বলে দাবি। এক মহিলা শিশুটিকে অপহরণ করেছে বলে অভিযোগ। মহিলা ‘যাযাবর গ্যাং’য়ের সদস্য বলে অনুমান। ঘটনার তদন্তে নেমেছে জিআরপি। ঘটনায় বিশেষ দল তৈরি করা হয়েছে।

    জিআরপি সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে দুই শিশুকে নিয়ে এসেছিলেন তাঁদের মা। সেই সময় এক মহিলা এসে তাঁর সঙ্গে ভাব জমায়। একটু অন্যমনস্ক হতেই ছোট শিশুকন্যাকে নিয়ে ভিড়ের মধ্যে গা ঢাকা দেয় অভিযুক্ত মহিলা। এখনও পর্যন্ত মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি। অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। রেল পুলিশ সুপার পুষ্পা বলেন, “শিশুকন্যা অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আমরা পেয়েছি। নিরাপত্তার খাতিরে বিষয়টি গোপন রাখা হয়। পুরোদমে তদন্তে চলছে।”

    এই ঘটনার পর হাওড়া স্টেশনের যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় রাতে প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করেন। তার মধ্যে রয়েছে যাযাবর গোষ্ঠীও। তাঁরা বিনা টিকিটে ভ্রমণ করেন। শুধু তাই নয় এই যাযাবর গোষ্ঠীর বিরুদ্ধে আগে বহুবার চুরির অভিযোগ উঠেছে। যাত্রীরা একটু অন্যমনস্ক হলেই জিনিস নিয়ে চম্পট দিতে এরা পারদরর্শী বলে অভিযোগ। সেই যাযাবর গোষ্ঠীই কি চোখের পলক ফেলতেই শিশুকন্যাকে অপহরণ করল? উঠছে সেই প্রশ্ন। 

    আগেও হাওড়া ও শালিমার স্টেশন থেকে শিশু পাচার চক্রের চাঁইদের ধরেছিল রেল  পুলিশ। এবার শিশুকন্যাকে অপহরণ করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। ঘটনায় নতুন করে প্রশ্নের মুখে রেলের যাত্রী সুরক্ষা। 
  • Link to this news (প্রতিদিন)