• প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন অয়ন শীল
    হিন্দুস্তান টাইমস | ০৭ মার্চ ২০২৫
  • নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় শুক্রবার জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও অন্য মামলা থাকায় এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।

    শিক্ষা নিয়োগ দুর্নীতিতে অয়ন শীলের চুঁচুড়ার বাড়িতে তল্লাশিতে গিয়ে পুর নিয়োগ দুর্নীতির সন্ধান পায় ইডি। এর পর অয়ন শীলকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তদন্তে উঠে আসে চাকরি বিক্রির সিন্ডিকেট চালাতেন তৃণমূল ঘনিষ্ঠ এই ব্যবসায়ী। সঙ্গে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগপ্রক্রিয়া চালানোর পুরো বরাত পেয়েছিল তার সংস্থা। সেই সুযোগে পুরসভাতেও টাকার বিনিময়ে মুঠো মুঠো চাকরি বিক্রি করেছেন তিনি।

    শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে জামিন দিয়েছে আদালত। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। তবে জামিন পেলেও কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হুগলির বাইরে কোথাও যেতে পারবেন না তিনি।

    অয়ন শীলকে শিক্ষা নিয়োগ দুর্নীতির অন্যতম কিং পিন হিসাবে উল্লেখ করেছে সিবিআই। তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলে তৃণমূল নেতাদের পাঠাতেন বলে অভিযোগ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)