• 'শুধু হার দিয়েছিলাম বলে পার্থদা বলেছিল, দুল দিসনি তো'
    হিন্দুস্তান টাইমস | ০৭ মার্চ ২০২৫
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আদালতে সিবিআইয়ের পেশ করা সাপ্লিমেন্টরি চার্জশিটে উঠে এসেছে একাধিক বিস্ফোরক তথ্য। কী ভাবে নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্র রচিত হয়েছিল তা স্পষ্ট হয়েছে ওই চার্জশিটে থাকা একটি কথপোকথনের প্রতিলিপিতে। ২০১৭ সালে সুজয়কৃষ্ণের বাড়িতে তাঁর সঙ্গে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের কথপোকথন রেকর্ড করেছিলেন কুন্তলের সংস্থার এক কর্মী। সেই অডিয়ো এসেছে সিবিআইয়ের হাতে। আর তাতেই রয়েছে চাঞ্চল্যকর তথ্য।

    প্রায় ৭৩ মিনিটের ওই অডিয়ো ক্লিপে সুজয়কৃষ্ণকে দাবি করতে শোনা যাচ্ছে ১৯৮২ সাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন তিনি। সিবিআইয়ের প্রতিলিপি অনুসারে সুজয়কৃষ্ণকে সেখানে বলতে শোনা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের জন্য একবার একটা হার কিনে পাঠিয়েছিলাম। হার পেয়ে পার্থদা আমাকে বলেন, দুল দিসনি তো? একবার পার্থ চট্টোপাধ্যায়কে একটা স্বর্ণমুদ্রা দিয়েছি। কয়েকদিন পরে পার্থদা আমাকে বলে, ওচা বেচা নিয়ে গিয়েছে। আরেকটা দিতে বল। কথপোকথনে পার্থ চট্টোপাধ্যায়কে সর্বকালের সেরা আশ্চর্য বলে উল্লেখ করেন সুজয়কৃষ্ণ। এমনকী হুলির বেচার মাধ্যমে তিনি প্রচুর টাকা তুলেছেন বলেও বলতে শোনা যায় সুজয়কৃষ্ণকে।

    বলে রাখি এই অডিয়োতেই অন্তত ৭৩ মিনিটে অন্তত ৭৩ বার শোনা গিয়েছে অভিষেকের নাম। কী ভাবে নিয়োগ দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে তা স্পষ্ট হয়েছে এই অডিয়োতে। তবে এই অডিয়োর প্রত্যেকটি কণ্ঠস্বরের মালিক কে তা আদালতে প্রমাণ করতে হবে সিবিআইকে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)