• তালিকার মধ্যেই ‘ভূত’, কমিশনের স্বীকারোক্তির মাঝেই জেলায় জেলায় ‘ভুয়ো’ ভোটারের ছড়াছড়ি
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • একই এপিক নম্বরে একাধিক ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি স্বীকারও করে নিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা যাচাইয়ের ব্যাপারে সমস্ত জেলা নেতৃত্বকে নির্দেশও দিয়েছেন তৃণমূল নেত্রী। তালিকা যাচাইয়ের সময়েই ‘ভূতুড়ে ভোটার’-এর খোঁজ মিলছে একাধিক জেলায়।

    অভিযোগ, একাধিক জেলাতে জীবিত ব্যক্তিকে ভোটার তালিকায় ‘মৃত’ বলে দেখানো হয়েছে। অর্থাৎ ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়ার উদাহরণ মিলছে ভুরিভুরি। আবার উল্টোটিও হয়েছে।

    বৃহস্পতিবারই মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের হুমাইপুর অঞ্চলের প্রদীপডাঙা এলাকায় পরিদর্শনে গিয়ে এরকমই একটি সমস্যা লক্ষ্য করেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। রফিকুল শেখ নামে এক ব্যক্তি ভিন রাজ্যে কর্মসূত্রে গেলেও তাঁর নাম ভোটার তালিকা থেকে ডিলিট করে দেওয়ার অভিযোগ উঠেছিল। মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা নাসির বিশ্বাসের সঙ্গেও ঘটেছে একই ঘটনা।

    আবার মালদায় ঘটেছে উল্টোটি। মৃত ব্যক্তিদের নাম রয়েছে ভোটার তালিকায়। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামে ২৩৪ নম্বর বুথেই এরকম পাঁচ জনের নাম পাওয়া গিয়েছে তালিকায়। ওই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশিস তামূলী, মিঠুন দাস, যামুতি রায় এবং পরিতোষ পাল সকলেই মৃত। পরিবারের লোক ডেথ সার্টিফিকেটও দেখিয়েছেন। অথচ তাঁদের নাম রয়েছে তালিকায়। এমনকী লিলি সাহা নামে এই বুথেরই এক মহিলা নিখোঁজ ১০ বছরেরও বেশি। তাঁর নামও রয়েছে তালিকায়।

    অন্যদিকে, পূর্ব বর্ধমানে ভোটার তালিকা যাচাইয়ের কাজে গিয়ে পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় লক্ষ্য করেন, এক বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে ভোটার তালিকায়। ওই ব্যক্তির নাম ভৃগুরাম দাস। তাঁর স্ত্রী ও পরিবার এই রাজ্যেই থাকেন। তাঁদেরও ভোটার তালিকায় নাম রয়েছে। বিধায়ক বলেন, ‘ভৃগুরাম দাস-সহ আরও অনেক বাংলাদেশি নাগরিকের নাম উঠে এসেছে তালিকায়। পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’ কালনার মহকুমা শাসক বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। বৈধ কাগজ না থাকলে নাম বাদ যাবে।’

    উল্লেখ্য, এসবের মাঝেই নির্বাচন কমিশন শুক্রবার বিকেলে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ভোটার কার্ডের জন্য একটি ‘ইউনিক আইডি’ তৈরি করা হবে। তিন মাসের মধ্যে ‘ডুপ্লিকেট’ এপিক সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলা হবে।

  • Link to this news (এই সময়)