• জল ভেবে পেট্রল খেয়ে মৃত্যু ৯ মাসের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা রামপুরহাটে
    এই সময় | ০৭ মার্চ ২০২৫
  • ICDS কেন্দ্র থেকে মিড-ডে মিলের খিচুড়ি বাড়িতে এনে খাচ্ছিল কয়েকজন শিশু। পাশে জলের বোতলের মধ্যে রাখা ছিল পেট্রল। ভুলের বসে পেট্রল খেয়ে মৃত্যু হলো ৯ মাসের এক শিশু কন্যার। বীরভূমের মাড়গ্রাম থানার লাগড়াডাঙা গ্রামের ঘটনা।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের লাগড়াডাঙা গ্রামে পাশাপাশি বাড়ির ৭ বছর ও ৫ বছরের দু'টি শিশু খিচুড়ি খাচ্ছিল। তাদের সঙ্গে ছিল ৯ মাসের ওই শিশুও। গরম খিচুড়ি খেয়ে তেষ্টা পেতেই জল খেতে চায় ৯ মাসের শিশুটি। তখনই জলের বোতলে রাখা সাদা পেট্রল ভুল করে শিশুটিকে খাইয়ে দেওয়া হয় বলে অনুমান পুলিশের।

    পেট্রল খেয়ে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। শুরু হয় শ্বাসকষ্ট। এরপরেই পরিবারের লোকজন তাকে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। চিকিৎসক পরিস্থিতি খারাপ বুঝে শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন।

    বাড়ির লোকেরা দ্রুত শিশুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে শিশুটির মৃত্যু হয়। শিশুটির মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    শিশুর পিসি আকসুরা খাতুন জানান, সকাল থেকেই খালি পেটে ছিল শিশুটি। মিড-ডে মিলের খিচুড়ি দেখে খেতে চেয়েছিল। তিন জন এক সঙ্গে খিচুড়ি খাচ্ছিল। ৯ মাসের শিশু জল খেতে চেয়েছিল। পাশেই জলের বোতলে রাখা ছিল চাষের জমিতে পাম্প চালানোর জন্য সাদা পেট্রল। জল মনে করে শিশুটিকে তা খাওয়ানো হয়। তারপরেই শ্বাসকষ্টে ভুগতে থাকে শিশুটি। হাসপাতালে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি।

  • Link to this news (এই সময়)