মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবনে রোগীদের জন্য রয়েছে দু’টি লিফট। দুটোই বিকল হওয়ার কারণে সমস্যায় ভুগতে হলো রোগী ও তাঁর পরিবারের সদস্যদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল সুপারের।
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নতুন ভবন বা আইসি বিল্ডিং (ইন্টেগ্রেটেড ক্লিনিক্যাল বিল্ডিং)-র দুটি লিফটই বিকল হয়ে যাওয়ায় শুক্রবার দুপুর থেকে চরম ভোগান্তি শুরু হয়। এ দিন সকালের দিকে একটি লিফট একটু আধটু চললেও, পরে সেটিও বিকল হয়ে যায়। অপর লিফটটি অবশ্য বেশ কয়েকদিন ধরেই বিকল বলে অভিযোগ। ফলে চারতলা ভবনে রোগীদের ওঠানো-নামানোর ক্ষেত্রে চরম সমস্যা হচ্ছে। সিঁড়ি দিয়ে স্ট্রেচারে করে রোগীদের তুলতে সমস্যায় পড়তে হচ্ছে।
অনেকেরই অভিযোগ, আইসি বিল্ডিংয়ের দু'টি লিফটই প্রায় সময় খারাপ থাকে। দু-একদিন ছাড়াই কাজ করে না গুরুত্বপূর্ণ এই ভবনের লিফটগুলি। এই ভবনে রয়েছে ক্যাথল্যাব, মেল ও ফিমেল মেডিসিন বিভাগ, আই, ইএনটি, ব্লাড ব্যাঙ্কের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। ফলে প্রতিদিন হাজার হাজার রোগী বা তাঁদের পরিজনদের আসতে হয় এই সব বিভাগে।
হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেন বলেন, ‘এই ভবনের দু’টি লিফটই আজ কাজ করছে না। আমরা চেষ্টা করছি অতি দ্রুততার সঙ্গে যাতে লিফটগুলি মেরামত করা যায়। অন্তত একটি লিফট যাতে দ্রুত মেরামত করা যায়, সেই চেষ্টা চলছে।’ তাঁর সংযোজন, এটা ঠিক প্রায়শই লিফটিগুলি বিকল হয়ে যায়। আবার মেরামত করা হয়। রোগীর প্রচুর চাপ রয়েছে। পাশাপাশি রোগীর পরিজনেরাও এই লিফটগুলি ব্যবহার করেন। রোগীর পরিজনদের ওঠা-নামার বিষয়টি নিয়ন্ত্রণ করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি।