মান বজায় রাখতে হবে ওষুধের, কলকাতা মেডিক্যাল কলেজ থেকে শুরু হল সেই উদ্দেশ্যে যাত্রা
আজকাল | ০৮ মার্চ ২০২৫
বিভাস ভট্টাচার্য
দিন দিন বাড়ছে গরম। যার প্রভাব যেমন পড়ছে মানুষের শরীরে তেমনি সেই প্রভাব পড়তে পারে ওষুধের ওপরেও। বাইরের তাপমাত্রা বাড়লে যেমন মানুষ শরীর ঠিক রাখতে ঘরের ভিতর ঠাণ্ডা খোঁজে তেমনি ওষুধের 'স্বাস্থ্য' বা তার গুণ বজায় রাখতেও প্রয়োজন হয় নির্দিষ্ট তাপমাত্রার। কারণ ওষুধের গুণমান বজায় রাখতে তাকে নির্দিষ্ট তাপমাত্রা ছাড়াও রাখতে হয় নির্দিষ্ট আর্দ্রতার মধ্যে। হাসপাতালের স্টোরগুলিকেই বা কীভাবে এর জন্য 'আদর্শ' হিসেবে তৈরি করা যায়? রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবার শুরু হল সেই কাজ।
এবিষয়ে কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ওষুধের স্টোররুমকে আদর্শ স্টোর হিসেবে গড়ে তুলে তাকে সামনে রেখেই এগোনো হবে বলে জানা গিয়েছে। শুক্রবার স্টেট ড্রাগ কন্ট্রোল-এর তরফে এই হাসপাতালের স্টোররুম পরিদর্শন করা হয়। ছিলেন স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যে মেডিক্যাল কলেজ এবং অন্যান্য হাসপাতালের এই ওষুধের স্টোররুমের মান যথাযথ বজায় রাখার জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। যার দায়িত্বে আছেন কলকাতা মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস।
এবিষয়ে তিনি বলেন, 'হাসপাতালের প্রতিটি ওষুধের মান যথাযথ বজায় রাখতে স্বাস্থ্য দপ্তর বদ্ধপরিকর। অনেক ওষুধ আছে যেগুলিকে রাখতে প্রয়োজন কম তাপমাত্রার। এর জন্য প্রয়োজন হয় রেফ্রিজারেটরের। আবার ভিতরের আর্দ্রতা বেড়ে বা কমে গিয়ে যেন ওষুধের ওপর কোনও প্রভাব ফেলতে না পারে সেটার জন্য প্রয়োজন যথাযথ নজরদারি। এর জন্য প্রয়োজন হাইগ্রোমিটার। এছাড়াও রয়েছে আরও কিছু বিষয়। সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করা এবং তার যথার্থ ব্যবহারের মাধ্যমে ওষুধের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয় সেজন্য কলকাতা মেডিক্যাল কলেজের স্টোরকে আদর্শ হিসেবে গড়ে তোলা হচ্ছে।'
অধ্যক্ষ জানান, এরপর এই হাসপাতালের স্টোরকে সামনে রেখে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং জেলা পর্যায়েও ওষুধের স্টোরগুলির একইভাবে রক্ষণাবেক্ষণ করা হবে। যার জন্য তৈরি করা হবে প্রয়োজনীয় পরিকাঠামো। গোটা রাজ্যেই জেলা পর্যায় থেকে মহকুমা স্তরে গড়ে তোলা হবে আদর্শ স্টোর।