বাংলাদেশ থেকে আসা বিজেপি কর্মী একজন ভুয়ো ভোটার, অভিযোগ তৃণমূলের, মামলা গড়াল বিডিও পর্যন্ত ...
আজকাল | ০৮ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার বাগদার এক বিজেপি কর্মীকে বাংলাদেশী এবং তাঁকে ভুয়ো ভোটার বলে অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাগদার বয়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মণ্ডল অভিযোগ করেন, 'বিজেপি কর্মী সুভাষ কবিরাজ বাংলাদেশ থেকে এসেছেন। ২০২৫ সালের ভোটার লিস্ট অনুযায়ী তিনি একজন ভুয়ো ভোটার। বিজেপি এই ধরনের ভোটারদের উপর ভিত্তি করে ২০২৬ সালের ভোটে জিততে চেয়েছিল। কিন্তু সেটা পারবে না। এবিষয়ে বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে। বিডিও যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।'
অভিযোগ, ২০২৪ সালের ভোটার লিস্ট অনুযায়ী অসীম দে নাম পাল্টে সুভাষ কবিরাজ হয়েছেন।
এবিষয়ে সুভাষ কবিরাজ বলেন, 'ভোটার লিস্টে আমার নাম ভুল ছিল। আমি 'এফিডেভিট' করে নাম পরিবর্তন করেছি। যেহেতু আমি বিরোধী দল করি তাই তৃণমূল আমার নামে এই অভিযোগ করেছে।' বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি দেবব্রত ঢালি বলেন, 'আদতে তিনি একজন বিজেপি কর্মী কিনা আমার জানা নেই। ভুয়ো ভোটারের দায় রাজ্য সরকারের।'
গোটা বিষয়টি নিয়ে বাগদার বিডিও প্রসূন প্রামাণিক জানান, 'এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।'