আজকাল ওয়েবডেস্ক: অপরিচিত মহিলার সঙ্গে গল্প করাই কাল হল। গৃহবধূর তিন বছরের শিশুকে নিয়ে চম্পট দিল মহিলা। এর জেরে চাঞ্চল্য ছড়ায় হাওড়া স্টেশনে। সিসিটিভি ফুটেজ থেকে মহিলাকে দেখা গেলেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি রেল পুলিশ। উদ্ধার হয়নি বছর তিনেকের শিশু। রেল পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য এক গৃহবধূ আসেন ব্যস্ততম হাওড়া স্টেশনে।
সঙ্গে ছিল গৃহবধূর দুই মেয়ে। একজনের বয়স ৭ ও অন্যের বয়স ৩। রাত হওয়ার কারণে স্টেশনে রাত্রিবাস করেন। তখন এক অপরিচিত মহিলার সঙ্গে আলাপ হয়। এতটাই আলাপ জমে ওঠে যে গৃহবধূর দুই মেয়েকে নিয়ে খেলা করাও শুরু করেন ওই মহিলা। এরপর দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ। সকালে ঘুম ভাঙলে দেখেন ছোট মেয়ে পাশে নেই। সেই মহিলাকেও আশেপাশে দেখা যাচ্ছে না। তিন বছরের মেয়েক না পেয়ে স্টেশনেই কান্নাকাটি জুড়ে দেন তিনি।
এরপর বাকি যাত্রীদের পরামর্শে হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত নেমে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন জিআরপির কর্তারা। সেখানে দেখা গিয়েছে, হাওড়া স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ওই মহিলা সাবওয়ে দিয়ে নেমে যাচ্ছেন। সেখান থেকে তিনি পৌঁছান হাওড়া বাস স্ট্যান্ড। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ। হাওড়া স্টেশনের মতো ব্যস্ত স্টেশনে কীভাবে এমন ঘটনা ঘটল তা রীতিমত ভাবাচ্ছে গৃহবধূর পরিবারকে।