• জলপাইগুড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই তিনটি বাড়ি
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাঝরাতে ভয়াবহ আগুন। পুড়ে ছাই তিন তিনটি বাড়ি। জলপাইগুড়ির পাহাড়পুরের প্রধানপাড়ার শুক্রবার ভোর চারটে নাগাদ এই অগ্নিকাণ্ডের জেরে সর্বস্বান্ত তিনটি পরিবার। প্রাথমিকভাবে অনুমান, গোয়ালঘর থেকে এই আগুন লেগেছে। মারা গিয়েছে একটি গরু ও ছাগল। পুড়ে গিয়েছে বাড়ির দলিল, মোটরসাইকেল এমনকী বাড়ি তৈরির জন্য সরকারি অনুদানের প্রথম কিস্তির টাকা।

    দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন এতটাই ক্ষতি করেছে যে সে কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন সুজন বিশ্বাস নামে পুড়ে যাওয়া একটি বাড়ির মালিক। তিনি বলেন, ঘরে রাখা টাকা, সোনার গয়না, এমনকী খাবার জিনিস পর্যন্ত বাঁচানো যায়নি। তাঁর কথায়, যখন আগুন লাগে তখন তাঁরা ঘুমের মধ্যে ছিলেন। 

    ঘুম ভাঙার পর ওইরকম ভয়াবহ আগুন দেখতে পেয়ে কোনওরকমে বেরিয়ে এসেছেন বলে জানান তিনি। যতক্ষণ না পর্যন্ত কিছু ব্যবস্থা হয় ততক্ষণ খোলা আকাশের নিচেই রাত কাটাতে হবে তাঁকে। যে জামা কাপড় পরে বৃহস্পতিবার রাতে শুয়েছিলেন তা পরেই বেরিয়ে এসেছেন তিনি। ঘরের মধ্যে রাখা সমস্ত জামাকাপড় পুড়ে গিয়েছে তাঁর। আক্ষেপ করে সুজন বলেন, 'এখন আমরা দিশাহীন। সরকারি সাহায্যের অপেক্ষায় আছি।'
  • Link to this news (আজকাল)