• কোচবিহারের রাজবাড়ি ও রাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, আন্দোলনের হুঁশিয়ারি রাজ সদস্যদের ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজার শহর কোচবিহার। আর কোচবিহারের ঐতিহ্য রাজবাড়ি। সেই রাজবাড়িতে দাঁড়িয়ে তৈরি করা একটি ভিডিওকে ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়েছে কোচবিহারে। ১৭ সেকেন্ডের সেই ভিডিওতে এক যুবক রাজবাড়ি ও রাজার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। বিষয়টি একেবারে ভালো চোখে নেননি বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সদস্য থেকে শুরু করে কোচবিহারের সাধারণ মানুষ। উঠেছে গ্রেপ্তারের দাবিও।

    যুবক পরে নিজের ভুল বুঝতে পেরে আবার সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন। এবং ওই ভাইরাল ভিডিও ডিলিট করে দেন। তিনি জানান, 'আমি ও আমার টিম কোচবিহার রাজবাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি একটা মজার ভিডিও করেছি। সেই ভিডিওতে রাজ পরিবার ও রাজবাড়িকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছি। তাই আমি সকলের কাছে ক্ষমা চাইছি। সকলে আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন।' 

    এবিষয়ে কোচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মুখপাত্র কুমার মৃদুল নারায়ণ বলেন, বিষয়টি নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হবে। আমাদের কোচবিহারের রাজপরিবারকে নিয়ে যিনি ছিনিমিনি খেলছেন তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
  • Link to this news (আজকাল)