বাগডোগরায় রানওয়েতে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান, তবে ক্রুরা রয়েছেন নিরাপদেই
আজকাল | ০৮ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাগডোগরা বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমান এএন-৩২। জানা গিয়েছে য়ে, দূর্ঘটনাগ্রস্ত বিমান থেকে চালক সহ ৬ জনকে উদ্ধার করা হয়। তবে, ক্রু সদস্যরা সকলেই সুস্থ রয়েছেন। যদিও এই দুর্ঘটনা নিয়ে বায়ুসেনা কর্তৃপক্ষ সরকারিভাবে কিছু জানায়নি। তবে, দুর্ঘটনার কারণ অনুসন্দানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বায়ুসেনার যুদ্ধবিমান এএন-৩২ বাগডোগরা বিমানবন্দরের রানওয়েতে নামার সময় নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। সেটি রানওয়ে ছেড়ে ঘাসজমির মধ্যেঢুকে পড়ে। ফলে বিকট শব্দ হতে হয়। দুর্ঘটনাস্থলের কাছেই বিমানবাহিনীর ডিভিওআর রয়েছে। খবর পেয়েই বায়ুসেনার দমকল, অ্যাম্বুল্যান্স, মেডিকেল টিম, উদ্ধারকারী দল, বায়ুসেনার আধিকারিকরা সেখানে পৌঁছে যান। উদ্ধার করা হয় বিমানের চালক-সহ ক্রু সদস্যদের।
একজন পাইলট ও একজন ক্রু সদস্য আঘাত পেলেও তা তেমন গুরুতর নয়, তাঁদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে য়ে, রানওয়েতে দুর্ঘটনা ঘটলেও বাগডোগরা বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল করতে কোনও সমস্যা হয়নি।