জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: শ্য়ালিকার সঙ্গে জামাইবাবুর বিবাহ-বর্হিভূত সম্পর্ক! পরিবারিক অশান্তিতে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করলেন দু'জনেই। মৃত্যু হল জামাইবাবুর। শ্যালিকা শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।
স্থানীয় সূত্রের খবর, মৃতের নাম তন্ময় দাস। বাড়ি, উলুবেড়িয়ার চিকনবার গ্রাম। গেঞ্জি কারখানায় কাজ করতেন তন্ময়। বছর পাঁচেক আগে বিয়ে করেছিলেন তিনি। শ্বশুরবাড়ি, কুলগাছিয়ার মাধবপুর এলাকায়। বিয়ের বছর খানেক পর নিজের শ্যালিকার সঙ্গেই তন্ময় বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
এদিকে ঘটনাটি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি। বিষয়টি মেনে নেয়নি কোনও পক্ষই। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, প্রায় রোজই অশান্তি লেগে থাকত। এরপর গতকাল, বৃহস্পতিবার কারখানা যাওয়ার নাম করে গাড়ি নিয়ে বাড়ি বেরিয়ে যান তন্ময়। কিছুক্ষণ পরে শ্যালিকাকে নিয়ে বাড়িতে ফিরেও আসেন। এরপর বমি করতে থাকেন তাঁরা। নিজেরাই জানান যে, দু'জনে একসঙ্গে বিষ খেয়েছেন!
আর দেরি করেননি পরিবারের লোকেরা। সঙ্গে সঙ্গেই তাঁদের উলুবেড়িয়ায় শরত্চন্দ্র মেডিক্যাল কলেজের ভর্তি করেন তাঁরা। কিন্তু রাতেই মৃত্যু হয় তন্ময়ের। শ্যালিকা অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News