• গৃহবধূ মাদক পাচারের কিংপিন? জীবনতলায় ৮০০ গ্রাম হেরোইন-সহ গ্রেপ্তার গোলবানু বিবি
    এই সময় | ০৮ মার্চ ২০২৫
  • ওয়েব সিরিজ় ‘ডাব্বা কার্টেল’-এর ঘটনা এ বার বাস্তবে? তাও আবার দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

    পাড়ার লোকজন জানেন তিনি গৃহবধূ। সংসার সামলান দক্ষ হাতে। কিন্তু সেই মহিলার বিরুদ্ধেই হেরোইন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় রীতিমতো শোরগোল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারিশরিফে। অভিযুক্ত মহিলার থেকে প্রায় ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি।

    গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে দক্ষিণ মাখালতলা এলাকায় গোলবানু বিবি নামে এক মহিলার বাড়িতে তল্লাশি চালায় ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির পুলিশ। তাঁর বাড়ি থেকে ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন তদন্তকারীরা। এ ছাড়াও বেশ কিছু সোনা, রুপোর গয়না এবং ব্যাঙ্কের পাসবই-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। ওই গয়নাগুলির মালিক কে, তা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ সেই সব গয়না কেনা কোনও নথি দেখাতে পারেননি মহিলা, দাবি পুলিশের।

    পুলিশের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঘর সামলানোর নেপথ্যে হেরোইনের ব্যবসা করত গোলবানু বিবি। শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পায় ওই মহিলার বাড়িতে হেরোইন রয়েছে। এরপরেই ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির ওসি সুকুমার রুইদাস একটি টিম নিয়ে তল্লাশি অভিযানে যান। গোলবানুর ঘরে তল্লাশি করে ওই পরিমাণ হেরোইন উদ্ধার হয়। তদন্তকারীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছিল সে।

    শনিবার তাকে আলিপুর আদালতে তোলা হবে। এই চক্রে গোলবানুর সঙ্গে আর কে বা কারা জড়িত, তাও তদন্ত করে দেখা হচ্ছে। চক্রের চাঁই কে, তা জানার জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

  • Link to this news (এই সময়)