• কোটি টাকার কাপড় পুড়ে ছাই, বিধ্বংসী আগুন হাওড়ার গোডাউনে 
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ শুক্রবার রাতে বিধবংসী আগুন লাগার ঘটনা ঘটল বাঁকড়ার একটি কাপড়ের গুদামে। মার্কেটের পাঁচ তলায় কাপড়ের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের পাঁচটি ইঞ্জিন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় শোরগোল পড়ে যায় বাঁকড়ায়। গোডাউনে থাকা কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, ডোমজুড় বিধানসভার বাঁকড়ার সাগর মার্কেটের পাঁচ তলায় কাপড়ের গুদামে আগুন লাগে। মুহুর্তে তা গোটা গোডাউনে ছড়িয়ে পড়ে৷ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু আগুনের লেলিহান শিখার কাছে যেতেই পারেননি। খবর পেয়ে পুলিশ আসে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গোডাউনে থাকা কোটি টাকার সমস্ত কাপড় পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। 

    দমকল আধিকারিকদের কথায়, কি কারণে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে গভীর রাত হয়ে যায়। হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক কত তা জানা যায়নি।

     
  • Link to this news (আজকাল)