শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায়।
তবে রবিবার থেকে বৃষ্টি কমবে। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিনে ২–৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে এবং আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। জেলাগুলিতে সকাল ও সন্ধেয় মনোরম আবহাওয়া থাকলেও, দুপুরের দিকে গরম অনুভূত হবে। রাতে অস্বস্তিকর গরমের সম্ভাবনা রয়েছে। আগামী ৪–৫ দিনে তাপমাত্রা আরও ৩–৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা দক্ষিণে।
দোল ও হোলির আগেই কলকাতায় পারদ ৩৪–৩৫ ডিগ্রি ছুঁতে পারে। জেলার তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়াতে পারে বলে অনুমান হাওয়া অফিসের। ১০ মার্চের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৭ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস। গত এক দিনে প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৮ থেকে ৯০ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২১ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা।