• দমদমে সিগন্যালিংয়ে ত্রুটি, অফিস টাইমে ট্রেন থমকে যাওয়ার বিরক্ত যাত্রীরা
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ফের যাত্রী ভোগান্তি। শনিবার সকালে দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে। স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায়। ফলে ম্যানুয়ালি কাজ করতে হয়। দাঁড়িয়ে পড়ে ডাউন ডানকুনি লোকাল। শুধু তাই নয় বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল। অনেক ট্রেনই দেরিতে চলে। 

    খবর পেয়ে মেরামতির কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। সূত্রের খবর, শনিবার সকাল প্রায় ৯ টা নাগাদ প্রথম ক্রুটি দেখা যায়। রেলের তরফে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় ১ ঘণ্টা পর ১০ টা থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। ঘটনার জেরে দমদমে নিত্যযাত্রীদের ভিড় লেগে যায়। নিত্যযাত্রীরা রীতিমতো বিরক্ত হয়ে পড়েন। 

    প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই লাগাতার লোকাল বাতিলের ছবি দেখা যাচ্ছে। কখনও ওভারহেডের কাজ, কখনও সিগন্যালের কাজ, বিগত কয়েক মাসে হাওড়া হোক বা শিয়ালদহ, ট্রেন বাতিল হয়েছে বহু। শনিবার সকালে ফের সিগন্যালিং সমস্যা দেখা দিল দমদমে। 

     
  • Link to this news (আজকাল)