• যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে, আজ সন্ধ্যে ৬টায় হাজিরা দিতে নির্দেশ জারি
    হিন্দুস্তান টাইমস | ০৮ মার্চ ২০২৫
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর যে হামলা হয়েছে তা নিয়ে এখন তপ্ত রাজ্য–রাজনীতি। তার উপর এক ছাত্রের আঘাত লেগেছে। এই ঘটনা নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এমন অশান্তির পরিবেশে এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব করল যাদবপুর থানা। আজ, শনিবার সন্ধ্যে ৬টার সময় থানায় হাজিরা দেওয়ার কথা এই সিপিএম নেতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তি সংক্রান্ত ছবি এবং ভিডিয়ো ফুটেজ নিয়ে থানায় যেতে বলা হয়েছে সৃজন ভট্টাচার্যকে। যাদবপুর থানা থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে পুলিশ।

    সৃজন ভট্টাচার্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে সিপিএমের প্রার্থী হয়েছিলেন। তবে জামানত জব্দ হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই কাণ্ডে এবার এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে ডেকে পাঠাল পুলিশ। এখন এই মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। তাই তাদের কাছে থাকা তথ্য এবার মিলিয়ে নিতে চাইছে পুলিশ। এই আবহে তরুণ বামেদের বড় মুখকে তলব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি দাবি নিয়ে ওইদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া থেকে শুরু করে গালমন্দ করা এবং ধাক্কাধাক্কিতে চোট পান শিক্ষামন্ত্রী।


    এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসাও হয় রাজ্যের শিক্ষামন্ত্রীর। এই ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন। আর রাজভবন থেকে সাংবাদিকদের জানান, দুটি বিষয় তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। এই থানায় তলব করা নিয়ে সৃজন ভট্টাচার্য বলেন, ‘‌আমাকে গত পরশু যাদবপুর থানা থেকে চিঠি পাঠানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়া ঘটনা নিয়ে আমার কাছে যা ছবি এবং ভিডিয়ো ফুটেজ আছে সেসব নিয়ে তদন্তের স্বার্থে যেতে বলা হয়েছে। আমি আজ সন্ধ্যে ৬টায় যাদবপুর থানায় যাব।’‌

    ওই দিন এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার সময় বাধা দেয় টিএমসিপি। তাতেই জোর হাতাহাতি হয় এসএফআইয়ের সঙ্গে। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় আচমকা ঢুকে যায় বাম–অতিবাম বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হলে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূল কংগ্রেসের শিক্ষাবন্ধু সমিতির অফিস ব্যাপক ভাঙচুর করা হয়। আগুনও লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এখন এসএফআইয়ের রাজ্য সম্পাদকের পদে রয়েছেন দেবাঞ্জন দে। এই ঘটনা নিয়ে এখন এসএফআই আন্দোলন করতে চাইছে। তার আগে এমন তলব সবাইকে ভাবিয়ে তুলেছে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)