বিজেপির নেতারা নয়াদিল্লি যাচ্ছেন, ভূতুড়ে ভোটার নিয়ে নির্বাচন কমিশনে তথ্য জানতে
হিন্দুস্তান টাইমস | ০৮ মার্চ ২০২৫
‘ভূতুড়ে ভোটার’ নিয়ে এখন রাজ্য–রাজনীতি তোলপাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি ধরে দেওয়ায় চাপ বাড়ে বঙ্গ–বিজেপির উপর। বিজেপি সুকৌশলে ‘ভূতুড়ে ভোটার’ ঢুকিয়ে দিয়েছে বাংলার ভোটার তালিকায় বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগের সঙ্গে বিস্ফোরক দাবি হিসাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এভাবেই ‘ভূতুড়ে ভোটার’ ঢুকিয়ে বিজেপি দিল্লি এবং মহারাষ্ট্রে জিতেছে। তাই অবিলম্বে ভোটার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালু করতে হবে। এই দাবি মেনে নিয়েছে নির্বাচন কমিশন। আর তাতেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় দেখছে গোটা দেশ। এই আবহে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ প্রমাণ করতে নির্বাচন কমিশনে যাচ্ছেন বঙ্গ–বিজেপির নেতারা।
কেমন করে ‘ভূতুড়ে ভোটার’ তালিকায় ঢুকল? এই প্রশ্ন করতে চায় বঙ্গ–বিজেপির নেতারা। জবাব চাইবেন নির্বাচন কমিশনের কাছ থেকে। তাহলে অন্তত মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগ থেকে নজর ঘোরানো যাবে। এই ‘ভূতুড়ে ভোটার’ ঢোকানোর কাজ যে তারা করেনি সেটা প্রমাণ করতেই এই নয়াদিল্লি সফর বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেকটি বিধানসভায় বুথ ধরে ধরে কর্মীদের ‘ভোটার তালিকা’ খতিয়ে দেখার নির্দেশও পৌঁছে গিয়েছে তৃণমূল ভবন থেকে। কোর কমিটি গড়ে কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ব্যাপক হারে বেরতে শুরু করেছে ‘ভূতুড়ে ভোটার’। তাতে চাপ বেড়ে গিয়েছে বিজেপির উপর। এবার তাই নিজেদের দাবির স্বপক্ষে সুনির্দিষ্ট তথ্য নিয়ে আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বঙ্গ–বিজেপির নেতারা বলে সূত্রের খবর।
কদিন আগেই নয়াদিল্লির কনস্টিটিউশন হলে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে তৃণমূল কংগ্রেস সাংসদরা নির্বাচন কমিশনের উপর চাপ বাড়িয়ে ছিলেন। বেশ কিছু ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে তথ্য সামনে এনেছিলেন ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ–সহ আরও সাংসদরা। একই এপিক নম্বরে বাংলায় এবং ভিন রাজ্যে ভোটার রয়েছে। এই অভিযোগের সঙ্গে প্রামাণ্য নথি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। নির্বাচন কমিশন একই এপিক নম্বরে একাধিক ভোটার থাকার তথ্য মেনে নিলেও তাঁরা ‘ভূতুড়ে ভোটার’ নন বলে দাবি করা হয়। এবার তৃণমূল কংগ্রেসের তোলা ভোটার কার্ডে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর চালুর দাবিও মেনে নিয়েছে নির্বাচন কমিশন। পরিস্থিতি যে বিজেপির প্রতিকূলে যাচ্ছে তা বুঝতে পেরেই গেরুয়া শিবিরের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের দুয়ারে যাচ্ছেন বলে সূত্রের খবর।
বিজেপির রাজ্য সভাপতি তথা মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের নেতৃত্বে বঙ্গ–বিজেপির এক প্রতিনিধিদল আগামী মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ‘ভূতুড়ে ভোটার’ সম্পর্কে জবাব চাইবেন। রাজ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে সম্প্রতি অস্বাভাবিক হারে ভোটারের সংখ্যা বেড়েছে। উলটো দিকে অবাঙালি অধ্যুষিত এলাকায় ভোটার বৃদ্ধির হার সবথেকে কম। এমন অভিযোগ বিজেপির। সে সম্পর্কেই জানতে যাবেন বিজেপি নেতারা। কিন্তু আগে তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলায় বিজেপি খানিকটা ব্যাকফুটে। বিজেপি নেতারা নির্বাচন কমিশনে গিয়ে এসপার–ওসপার করতে চাইছেন বলে সূত্রের খবর।