• জামিন পেলেন অয়ন এখনই জেলমুক্তি নয়
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মার্চ ২০২৫
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার জামিন পেলেন অয়ন শীল। এক লক্ষ টাকা বন্ড এবং কয়েকটি শর্ত আরোপ করে অয়নের জামিন মঞ্জুর করেছেন সিটি সেশন কোর্টের বিচারক। কিন্তু এখনই তিনি জেল থেকে ছাড়া পাবেন না।পুর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জামিন পাননি অয়ন। এর আগে ইডির মামলা থেকেও জামিন পেয়েছিলেন অয়ন শীল।

    প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ জামিন পেয়েছিলেন। এ বার জামিন পেলেন অয়ন শীল। তবে এই মামলায় জামিন পাচ্ছেন না রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

    শুক্রবার কলকাতার বিচার ভবনে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। শুনানি চলাকালীন বিচারক, এক লক্ষ টাকার বন্ড এবং কয়েকটি শর্তে অয়ন শীলের জামিন মঞ্জুর করেছেন। ২০২৩ সালের মার্চ মাসে তৃণমূলের যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল ইডি। এরপর একই মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করে। অয়নের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ৮টি এজেন্সির মাধ্যমে চাকরিপ্রার্থীদের কাছ থেকে এক কোটি ৬৭ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকা তিনি পৌঁছে দিয়েছিলেন সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে। প্রার্থীদের নামের তালিকাও মেইল করে সন্তুকে পাঠিয়েছিলেন তিনি। সন্তু সেই তালিকা কুন্তলকে দিয়েছিলেন। অয়নের বাড়িতে তল্লাশি করে এই সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

    অপরদিকে, পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে টাকা তুলেছিল অয়নের সংস্থা। মোট ১৭টি পুরসভায় ১৮২৯ জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল। পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি গ্রুপের সন্ধান পায়। আদালতে কেন্দ্রীয় সংস্থা জানায়, সেই গ্রুপের মাধ্যমে নিয়োগ দুর্নীতি চালানো হত। অর্থের বিনিময়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের নাম ওই গ্রুপে জমা পড়ার পর তাঁদের চাকরি সুনিশ্চিত করত পুর কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একাধিক নথি অয়ন শীলের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছিলেন তদন্তকারীরা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)