• যাদবপুর কাণ্ড: ১৩ মার্চ পর্যন্ত মিছিল নয়
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মার্চ ২০২৫
  • এবার যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পথে নামছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে মিছিলের রুট বদলাতে বলল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় আদালতের নির্দেশ ছাড়া আপাতত কর্মসূচি করতে পারবে না কোনও রাজনৈতিক সংগঠন— নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। উল্লেখ্য, যাদবপুরের ঘটনার পর থেকে যাদবপুর চত্বরে পথে নেমেছে প্রায় সব রাজনৈতিক দলই। পথে নেমেছিলেন যাদবপুরের পড়ুয়ারাও। শুক্রবার ডাক দেওয়া হয়েছিল নাগরিক মিছিলের। এরই মধ্যে ৯ মার্চ সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মিছিলের অনুমতি নিয়ে চলছিল টানাপোড়েন। জল গড়ায় কলকাতা হাইকোর্টে।

    শেষ পর্যন্ত মিছিলে অনুমতি দিলেও রুট বদলে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, শুভেন্দুর মিছিল নবীনা সিনেমা হল থেকে যাদবপুর থানার কিছুটা দূরে শেষ করতে হবে। একইসঙ্গে সমস্ত বিধি নিষেধ মেনে করতে হবে মিছিলের আয়োজন। জমায়েতে থাকতে পারবেন ৭৫০ জন। সবটাই যাদবপুর চত্বর থেকে ১০০ গজ দূরে থাকতে হবে। সব পক্ষের সওয়াল জবাব শেষে বিচারপতি স্পষ্ট জানান, সংশ্লিষ্ট থানাই আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে। আয়োজকদেরও নজর রাখতে হবে। তারপরই জানিয়ে দেন, ওই এলাকায় কোনও রাজনৈতিক সংগঠন ১৩ মার্চ পর্যন্ত কোনও কর্মসূচি করতে পারবে না।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)