• দোলের আগেই হাঁসফাঁস গরম! পশ্চিমী ঝঞ্ঝার ফলায় ঝমঝমিয়ে বৃষ্টি জেলায়, ভাসবে...
    ২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৫
  • অয়ন ঘোষাল: দোল এবং হোলি উৎসবের আগেই চড়তে পারে পারদ। কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। উষ্ণতায় বরণ রঙের উৎসব। এমনটাই অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার চার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

    দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। আজ থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতেও গরম অনুভূত হবে। ১০ মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে ৯ মার্চ রবিবার। আসামে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

    দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নিচে থাকা দিন ও রাতের তাপমাত্রা আজ থেকে বাড়বে। আগামী সপ্তাহের শুরুতেই কোনও কোনও জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। সোমবার ১০ মার্চের পর তাপমাত্রা আরও অনেকটা বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুত্‍- সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা শনিবার বাড়বে।

    চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। সোমবার শুষ্ক আবহাওয়া থাকার পর উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর উত্তরবঙ্গেও তাপমাত্রা লক্ষ্যনীয় ভাবে বাড়তে পারে। 

    কলকাতায় পারদ পতনের ইতি ঘটেছিল শুক্রবারই। এবার শুধুই পারদ উত্থান। রাতের তাপমাত্রা কাল রাতেই কিছুটা বেড়েছে। আজ থেকে দিনের তাপমাত্রা বাড়বে। সোমবার ১০ মার্চ থেকে অনেকটা বাড়বে তাপমাত্রা। মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। বসন্ত উৎসবের আগেই বসন্তের আমেজ গায়েব হতে চলেছে কলকাতায়।

    কলকাতার তাপমান রাতের তাপমাত্রা ১৮.২ থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে ২১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৮ থেকে প্রায় ২ ডিগ্রি বেড়ে ৩০.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৮ থেকে ৯০ শতাংশ। 

  • Link to this news (২৪ ঘন্টা)