• যাদবপুরে বাড়ির তিনতলা থেকে ১৫ বছরের মেয়েকে ধাক্কা, অভিযুক্ত বাবা গ্রেপ্তার
    এই সময় | ০৮ মার্চ ২০২৫
  • ভরদুপুরে যাদবপুর থানা এলাকায় সাংঘাতিক ঘটনা। মেয়েকে বাড়ির তিনতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ বাবার বিরুদ্ধে। শনিবার দুপুরে আনন্দপল্লি এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    অভিযোগ, এ দিন দুপুর দেড়টা নাগাদ যাদবপুর থানায় একটি ফোন আসে। ফোনের ওপার থেকে জানানো হয়, এলাকার এক বাড়ি থেকে এক ব্যক্তি তাঁর ১৫ বছরের মেয়ে ঠেলে ফেলে দিয়েছেন। খবর পেয়েই তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এর পরই এলাকার লোকজনের সহযোগিতায় ওই কিশোরীকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন সে।

    এই ঘটনায় ওই কিশোরীর এক প্রতিবেশী যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। বাবার বিরুদ্ধে মেয়েকে খুনের চেষ্টার অভিযোগ জানানো হয়। তার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)