• ভূমিকম্পে কাঁপল সিকিম, মৃদু কম্পন শিলিগুড়িতেও
    এই সময় | ০৮ মার্চ ২০২৫
  • মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি। প্রায় পুরো শহর জুড়েই কম্পন টের পাওয়া গিয়েছে। গোটা সিকিম জুড়ে টের পাওয়া গিয়েছে ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল তিব্বত।

    National Center for Seismology-র তথ্য অনুযায়ী, ৮ মার্চ, দুপুর ২টো বেজে ২০ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.২। মাটি থেকে ১০ কিলোমিটার নীচে এই ভূমিকম্পের উৎসস্থল। তাদং থেকে ১৮২ কিলোমিটার দূরে রয়েছে ভূমিকম্পের উৎসস্থল। ওই উৎসস্থল থেকে ১৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে সিকিমের পেলিং, ১৬৯ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে রয়েছে সিকিমের লাচুং।

    কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি ঘটেনি এই ভূমিকম্পের জন্য। তবে সিকিমের প্রায় সর্বত্র মৃদু থেকে মাঝারি কম্পন টের পাওয়া গিয়েছে। শিলিগুড়িতেও মৃদু কম্পন টের পাওয়া গিয়েছে।

  • Link to this news (এই সময়)