আজকাল ওয়েবডেস্ক: কুলটিতে দম্পতির রহস্যমৃত্যু। আসানসোলের কুলটি থানার পুলিশ শনিবার সকালে দম্পতির দেহ উদ্ধার করে।
এই ঘটনায় শনিবার সকালে স্থানীয় আলডি গ্রামে তুমুল চাঞ্চল্য ছড়ায়। আত্মীয়–স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে অত্যধিক ধার দেনা হয়ে যাওয়ার ফলে ওই দম্পতি আত্মহত্যা করেছেন। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন ওই দম্পতির চার কন্যা সন্তান রয়েছে। মৃত দম্পতির নাম রূপকুমার বাউড়ি (৪০) ও মালা বাউড়ি (৩৫)। স্থানীয়দের দাবি, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হত।
রূপকুমার রাজমিস্ত্রি। মালা পরিচারিকার কাজ করতেন। শুক্রবার রাতে রূপকুমার ও মালা একটি ঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘরে ছিল তিন মেয়ে। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। শনিবার সকালে তিন মেয়ে ঘুম থেকে উঠে মা–বাবাকে ডাকতে যায়। কিন্তু ঘরে ঢুকে তারা দেখতে পায় মেঝেতে পড়ে রয়েছে মা। গলার নলি কাটা। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। ওই ঘরেই ফ্যান থেকে ঝুলছে বাবার দেহ। খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
পরিবারের অন্যান্য সদস্যদের দাবি, বহু জায়গা থেকে লোন নিয়েছিলেন তাঁরা। সেই লোন পরিশোধ করতে পারছিলেন না। সে কারণে প্রায়শই বাড়িতে লোন কারবারিদের আসা যাওয়া লেগে থাকত। একাধিকবার নাকি অপমানিতও হতে হয়েছে দম্পতিকে। তার জেরে মানসিক অবসাদে ভুগছিলেন দু’জনে। পুলিশের প্রাথমিক অনুমান, সেই কারণে স্ত্রীর গলার নলি কেটে খুন করে আত্মহত্যা করেন রূপকুমার।