• পুলিশের মানবিক উদ্যোগ, হাসপাতালে বসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন নিমতার সৌম্যজিৎ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কলকাতা পুলিশের টালা থানা এবং ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত নিমতা থানার সহযোগিতায় ও যৌথ উদ্যোগে হাসপাতালেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হল। যাতে শারীরিকভাবে ওই ছাত্রের পরীক্ষা দিতে কোনও অসুবিধা না হয় তার জন্য সরকার থেকে সমস্ত রকম সহযোগিতা করা হয়েছে। ওই ছাত্রের নাম সৌমোদীপ দাস। তার পরীক্ষাকেন্দ্র নিমতা হাই স্কুল। 

    সৌম্যদীপের বাবা জানিয়েছেন, রাত জেগে পড়ার জন্য বেশ কিছুদিন ধরেই পেটের রোগে ভুগছিল সৌম্যদীপ। শুক্রবার তা অত্যাধিক বাড়াবাড়ি পর্যায় চলে যায়। স্থানীয় ডাক্তার জানিয়েছিলেন ছেলের ডায়রিয়া হয়েছে। সঙ্গে সঙ্গেই তাকে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়। 

    পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিমতা থানা এবং টালা থানা মিলে যুবকের পরীক্ষার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়। হাসপাতালে বলেই ছাত্রটি পরীক্ষা দিয়েছে। আর.জি. কর হাসপাতাল চত্বরে পরীক্ষার জন্য পুলিশি প্রহরা বাড়ানো হয়। 

    হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ওই ছাত্রের শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই সুস্থ এবং স্থিতিশীল।

     
  • Link to this news (আজকাল)