• মুর্শিদাবাদেই রমরমিয়ে চলছিল পেট্রোল তৈরির কারখানা, পুলিশি হানায় গ্রেপ্তার ৭...
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত কিছু গ্রামীণ এলাকায় পেট্রোল পাম্পও নেই। সেখানে রাস্তার ধারে বোতলে করে বিক্রি হচ্ছিল পেট্রোল। কিন্তু জরুরি প্রয়োজনে সেই পেট্রোল ব্যবহার করেও গাড়িচালকরা আশানুরূপ মাইলেজ পাচ্ছিলেন না। সম্প্রতি গোটা ঘটনাটি নজরে পড়ে সুতি থানার পুলিশ এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। গোপন সূত্র পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সুতি থানার পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা প্রায় দেড়শো লিটারের বেশি জাল পেট্রোল উদ্ধার করেন। অবৈধভাবে এই তেল তৈরির চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে।

    পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের শনিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি তাদের গোপন সূত্রে খবর আসে সুতি থানার অন্তর্গত মানিকপুর মোড় এবং ধলা মোড়ের কাছে বেশ কিছু যুবক গত কয়েক মাস ধরে বোতলে করে পেট্রোল বিক্রি করছে। জরুরি প্রয়োজনে তেল নিয়ে গ্রাহকরা প্রয়োজনীয় মাইলেজ পাচ্ছিলেন না বলে অভিযোগ জমা পড়ে পুলিশের কাছে। পুলিশ সূত্রে খবর, সুতি এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে চালানো হত জাল পেট্রোল তৈরির এই চক্র। উঁচু পাঁচিল দিয়ে গোটা এলাকা ঘেরা থাকায় আশেপাশের বাসিন্দারা টেরও পেতেন না ভেতরে কী হচ্ছে।

    সূত্রের খবর, বিভিন্ন রকম রাসায়নিক এবং রঙিন পদার্থ মিশিয়ে জাল পেট্রোল তৈরি করা হতো। দেখতে সাধারণ পেট্রোলের মতো হলেও তার গুণমান পেট্রোল পাম্প থেকে বিক্রি হওয়া তেলের তুলনায় অনেকটাই খারাপ। পুলিশ সূত্রে খবর, জাতীয় সড়কের ওপর দিয়ে চলাচলকারী ট্রাক, চার চাকা বা দু’চাকা চালকরা প্রায়শই পেট্রোল নিতেন। জাল পেট্রোল বিক্রি করে বিপুল মুনাফা হতে থাকায় সম্প্রতি এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই নিজেদের কারখানায় বিপুল পরিমাণ জাল পেট্রোল তৈরি করছিলেন বলে খবর এসেছে পুলিশের কাছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)