মিল্টন সেন,হুগলি: শুরু হল দুদিনের জাতীয় ফার্মা কনফারেন্স "বি এস টি ফার্মাকন ২০২৫"। শনিবার দ্যা ইন্ডিয়ান ফার্মেসি গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন নিউ দিল্লি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি, স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পোলবা থানার অন্তর্গত সুগন্ধা মোড় সংলগ্ন বেঙ্গল স্কুল অফ টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত কনফারেন্সে যোগ দিয়েছিলেন দুর দূরান্ত থেকে আসা বিজ্ঞানী, অধ্যাপক সকলেই।
আয়োজিত কনফারেন্সে "ফার্মাসিউটিক্যাল সায়েন্সে উদ্ভাবন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্নির্মাণ" শীর্ষক বিষয়ে নানা আলোচনা চলে। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মওলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাঃ তাপস চক্রবর্তী, ডাঃ এইচ এস গৌড় বিশ্ববিদ্যালয় সাগর- এর রেজিস্টার এবং ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ডাঃ এন কে জৈন, পুনা কলেজ অফ ফার্মাসির অধ্যক্ষ ডাঃ আত্মারাম পাওয়ার, ডাইরেক্টর আই পি ই আর পুনে ডাঃ মহেশ বুরান্ডে, ডাঃ গৌরব কুমার জৈন অ্যাসোসিসিয়েট প্রফেসর অ্যাডভান্সড ফরমুলেশন টেকনোলজি ডি পি এস আর ইউ দিল্লি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ এমদাদ হোসেন, বি এস টির কর্ণধার কৃষ্ণ চন্দ্র মন্ডল, সৌনক মন্ডল, কলেজের অধ্যক্ষ ডাঃ পি সুরেশ প্রমুখ।
কনফারেন্সকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে ফার্মা সংক্রান্ত বইয়ের সম্ভার নিয়ে হাজির ছিল দিল্লির বল্লভ প্রকাশন, হায়দরাবাদের সা বুক হাউস এবং বি এস পি বুক প্রাইভেট লিমিটেড। কনফারেন্সে চলবে দুদিন, অর্থাৎ আগামী ৯ মার্চ, রবিবার পর্যন্ত।