• লোক আদালতে নারী বেঞ্চ, আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ উদ্যোগ শ্রীরামপুরে ...
    আজকাল | ০৮ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: আন্তর্জাতিক নারী দিবসে হুগলি ডিএলএসএ-র বিশেষ উদ্যোগ। লোক আদালতে বসলো বিশেষ নারী বেঞ্চ। শুধু বিচারক মন্ডলী নয়, বেঞ্চের নিরাপত্তাও দেখবেন মহিলা পুলিশ কর্মীরা। হুগলি জেলা ও দায়রা বিচারক, শান্তনু ঝাঁর তত্ত্বাবধানে শনিবার শ্রীরামপুরে অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। এই দিন আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস থাকায় হুগলি জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ ডিএলএসএর তত্ত্বাবধানে এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। 

    এদিন হুগলি ডিএলএসএ-র তরফে আয়োজিত লোক আদালতে বিচার প্রক্রিয়া সম্পাদনের লক্ষে বিশেষ 'নারী বেঞ্চ' গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়। যে বেঞ্চ আগামীদিনে সম্পূর্ণই নারী বিচারক মন্ডলী এবং মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে। বিশেষভাবে গঠিত এই বেঞ্চে বিচারক হিসেবে থাকছেন সহকারী জেলা ও দায়রা বিচারক এবং সচিব, হুগলি ডিএলএসএ মানালি সামন্ত, ভারতের প্রথম রূপান্তরকামী অধ্যাপিকা ডঃ মানবী ব্যানার্জি এবং বিশিষ্ট আইনজীবী শুভ্রা লাহিড়ী। এখানেই শেষ নয়, অভিনব এই বেঞ্চের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন শুধুমাত্র মহিলা পুলিশ কর্মীরাই।
  • Link to this news (আজকাল)