আজকাল ওয়েবডেস্ক: অ্যাপ ক্যাব চালককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল যাদবপুরের বিজয়গড় এলাকায়। বুধবার রাতে ঘটনাটি ঘটে। শনিবার সকালে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যাদবপুর থানার পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, এলাকার বাসিন্দা ওই যুবক জয়ন্ত (৩৬) অ্যাপ ক্যাব চালাতেন। থাকতেন বিজয়গড়ে। রাতে ফিরে বাড়ি ঢোকার আগে গাড়িটি রাখতেন লালকার মাঠের কাছে। গত বুধবারও সেখানেই গাড়িটি রেখেছিলেন। ওইদিন রাতেই তাঁকে বেধড়র মারধর করা হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, একটি স্কুটি পড়ে গিয়েছিল তাঁর গাড়ির সামনে। এরপরই পার্কিং নিয়ে বেশ কিছু যুবকের সঙ্গে তাঁর বচসা বাঁধে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শনিবার সকালে মারা যান তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর চারেক আগে বিয়ে হয় ওই যুবকের। তাঁর একটি সন্তানও রয়েছে। মৃতের পরিবারের দাবি, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিল।
অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।