• নারী দিবস থেকে কোচবিহার স্টেশনের দায়িত্ব পেলেন মহিলা রেলকর্মীরা
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মার্চ ২০২৫
  • নারী দিবসে কোচবিহার রেল স্টেশনের সম্পূর্ণ দায়ভার তুলে দেওয়া হল মহিলা রেলকর্মীদের হাতে। স্টেশনের প্রধান থেকে টিকিট বুকিং স্টাফ, টিকিট পরীক্ষক, আরপিএফের জওয়ান, সবাই-ই মহিলা। তাঁদের জন্য বিশেষ পোশাকেরও ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের স্টেশনগুলির মধ্যে কোচবিহার একমাত্র স্টেশন, যেটি এবার থেকে মহিলাদের দ্বারা পরিচালিত হবে। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কোচবিহারবাসী। উত্তরবঙ্গের আরও একটি স্টেশন, শিলিগুড়ি টাউনও ২০১৯ সাল থেকে মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে।

    শনিবার রেলের তরফে কোচবিহার স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আলিপুর ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা। ওই অনুষ্ঠানেই সরকারিভাবে স্টেশনের প্রতিটি বিভাগ পরিচালনার দায়িত্ব নারীদের হাতে তুলে দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর এক মহিলা রেলকর্মী বলেন, আজ নারী দিবসে এই রকম দায়িত্ব পেয়ে খুব গর্ব হচ্ছে। নিরবিচ্ছিন্নভাবে যাত্রী পরিষেবা দেওয়ার চেষ্টা করব। রেল সূত্রে খবর, আপাতত কোনও প্রয়োজন পড়লে তবেই পুরুষ রেলকর্মীরা আসবেন। তবে সামনের সারিতে থেকে যাবতীয় কাজ পরিচালনা করবেন মহিলারাই।

    আলিপুরদুয়ার ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অভয় গণপত বলেন, আমাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সিদ্ধান্ত নিয়েছিলেন নারী দিবসের দিন কোচবিহার স্টেশনটি মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। সেই মতো আমাদের বোন, দিদিদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল। এটি আলিপুরদুয়ার ডিভিশনের একমাত্র স্টেশন যেখানে সব স্টাফ মহিলা। টিকিট বুকিং স্টাফ, কমার্শিয়াল সুপারভাইজার, টিকিট পরীক্ষক সব পদেই মহিলারা থাকবেন। এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফের জওয়ানরাও মহিলা।

    বর্তমানে নিউ কোচবিহার ও বামনহাট রেল রুটের মধ্যে প্রাচীন ও ঐতিহ্যশালী কোচবিহার স্টেশনটি পড়ে। রাজ আমলে এই কোচবিহার রেল স্টেশন থেকেই রাজারা ট্রেনে চেপে বাংলাদেশের মধ্যে দিয়ে কলকাতায় যাতায়াত করতেন। ইতিমধ্যেই এই রেল স্টেশন হেরিটেজ মর্যাদা পেয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, ভিন রাজ্যের পাশাপাশি বাংলার শিলিগুড়ি টাউন, প্রিন্সেপ ঘাট ও হিজলি স্টেশন মহিলা পরিচালিত। এবার সেই তালিকায় নাম জুড়ল কোচবিহার স্টেশনেরও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)