• সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে একের পর এক ভুয়ো নিয়োগপত্র! ফাঁস হতেই...
    ২৪ ঘন্টা | ০৮ মার্চ ২০২৫
  • মনোরঞ্জন মিশ্র: পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভুয়ো নিয়োগপত্রের পর্দাফাঁস। রাজ্য স্বাস্থ্য দফতরের জাল লেটারহেড ব্যবহার করে, পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই ও নকল স্ট্যাম্প দিয়ে রাতের সাথী প্রকল্পে ১৩ জন ব্যক্তির ভুয়ো নিয়োগপত্রের পর্দাফাঁস হল পুরুলিয়ায়। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP ডাঃ সুকমল বিষয়ী হোয়াটসঅ্যাপ মাধ্যমে সেই নিয়োগপত্রের বিষয়ে জানতে পারলে সঙ্গে সঙ্গে বিষয়টি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাসকে জানান। 

    এরপরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুয়ো নিয়োগপত্রের বিষয়টি বুঝতে পারেন। এই চিঠিতে যে তারিখ উল্লেখ্য রয়েছে সেইদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসুস্থ থাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেইদিনের তারিখ ব্যবহার করায় তিনি পরিষ্কার বুঝতে পারেন এই নিয়োগপত্র ভুয়ো। এইমর্মে জেলা পুলিসের দ্বারস্থ হয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত তার তদন্তে নেমেছে পুলিস। বিষয়টি নিয়ে জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেন, ভুয়ো ভোটার ধরার আগে স্বাস্থ্য দফতরের ভুয়ো লোকেদের আগে ধরা দরকার।

    নারীদিবস উপলক্ষ্যে আমাদের বিশেষ প্রতিবেদন: Women's Day 2025 | রিনা: আরজি করে অভয়ার সময় অভিজ্ঞতাটা... | আলোর ৬টা | Zee 24 Ghanta

    উল্লেখ্য, অন্যদিকে দেশ জুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি রেশন ডিলারদের। পয়লা এপ্রিল তারা নয়াদিল্লি অভিযান করবে। জানা যাচ্ছে, রেশন ব্যবস্থার আমূল পরিবর্তনের ব্যাপারে সেখানে তারা আলোচনা করবেন। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে হবে। তারপর মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে এবং সর্বশেষে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে। 

    ২৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিব সঞ্জীব চোপড়া মিটিং করেন দেশের সব রাজ্যের খাদ্য সচিবের সঙ্গে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আধার কার্ড, মোবাইল লিঙ্কের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও লিঙ্ক করতে হবে রেশন কার্ডকে। ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে প্রশাসন। কেন্দ্র এবং রাজ্যের দেওয়া দুই ধরনের রেশন ব্যবস্থার কারণে এই পরিকল্পনা করা হয়েছে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)